প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ঈদ আনন্দের মধ্যে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুতের প্রধান লাইনের তার ছিঁড়ে বাড়ির টিনের চালার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (১৮) ও স্থানীয় মোহাম্মদ হোসেনের কন্যা রমিদা বেগম (২৮)।
আহত দুজন হলো রমিদার পাঁচ বছরের শিশু নাইমা ও আব্দুল আমিনের মেয়ে বকেয়া (১২)। বকেয়াকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার আব্দুল আমিন প্রকাশ বাইট্যার বাড়িতে সবাই ঈদ আনন্দে মেতেছিলেন। অন্যান্য এলাকা থেকে অনেকে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন সেখানে।
হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে বাইট্যার বাড়ির টিনের চালে পড়ে। এমন সময় বিদ্যুতায়িত হন পরিবার ও বেড়াতে আসা চারজন। ঘটনাস্থলে ওই দুজন মারা যান। অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা। ঈদ উপলক্ষে কলিম উল্লাহ পাশের এলাকা থেকে বেড়াতে এসে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন জানায়, দুর্ঘটনার সময় বাড়িতে সাতজন ছিল।
টেকনাফ উপজেলা বিদ্যুতের এজিএম উদয়ন দাশগুপ্ত জানান, বৃষ্টির কারণে গাছের ডাল পড়ে তারটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্রশীল জানান, কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা পুড়ে গেছে বলেও জানান তিনি।
শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জায়েদ হাসান দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের টেকনাফে ঈদ আনন্দের মধ্যে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুতের প্রধান লাইনের তার ছিঁড়ে বাড়ির টিনের চালার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (১৮) ও স্থানীয় মোহাম্মদ হোসেনের কন্যা রমিদা বেগম (২৮)।
আহত দুজন হলো রমিদার পাঁচ বছরের শিশু নাইমা ও আব্দুল আমিনের মেয়ে বকেয়া (১২)। বকেয়াকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার আব্দুল আমিন প্রকাশ বাইট্যার বাড়িতে সবাই ঈদ আনন্দে মেতেছিলেন। অন্যান্য এলাকা থেকে অনেকে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন সেখানে।
হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে বাইট্যার বাড়ির টিনের চালে পড়ে। এমন সময় বিদ্যুতায়িত হন পরিবার ও বেড়াতে আসা চারজন। ঘটনাস্থলে ওই দুজন মারা যান। অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা। ঈদ উপলক্ষে কলিম উল্লাহ পাশের এলাকা থেকে বেড়াতে এসে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন জানায়, দুর্ঘটনার সময় বাড়িতে সাতজন ছিল।
টেকনাফ উপজেলা বিদ্যুতের এজিএম উদয়ন দাশগুপ্ত জানান, বৃষ্টির কারণে গাছের ডাল পড়ে তারটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্রশীল জানান, কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা পুড়ে গেছে বলেও জানান তিনি।
শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জায়েদ হাসান দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১৫ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে