হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনার একটি তালাবদ্ধ ঘর থেকে মোসা. লাইমা (২২) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির একটি ভবন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছয়তলা ভবনের পাঁচতলা বাসার তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাইমার লাশ উদ্ধার করে। তিনি হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসী ফারুক মিয়ার সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় লাইমার। পরে মোবাইল ফোনে তাঁদের বিয়ে হয়। কিন্তু তাঁদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। কদিন ধরে লাইমা ফোন ধরছিলেন না। আজ প্রবাসী স্বামী ফারুক তাঁর ছোট ভাইকে পাঠালে গিয়ে ঘরের দরজা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের মধ্যে লাইমা বিদেশে স্বামীর কাছে চলে যাবেন বলেছিলেন। স্বামীর পরিবারের সঙ্গে লাইমার কোনো যোগাযোগ ছিল না। তবে ইমরান নামের এক মামা মাঝেমধ্যে বাসায় আসতেন। এ সময় তাঁদের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝগড়া হতো।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। যেহেতু ঘর বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া গেছে, সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কুমিল্লার হোমনার একটি তালাবদ্ধ ঘর থেকে মোসা. লাইমা (২২) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির একটি ভবন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছয়তলা ভবনের পাঁচতলা বাসার তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাইমার লাশ উদ্ধার করে। তিনি হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসী ফারুক মিয়ার সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় লাইমার। পরে মোবাইল ফোনে তাঁদের বিয়ে হয়। কিন্তু তাঁদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। কদিন ধরে লাইমা ফোন ধরছিলেন না। আজ প্রবাসী স্বামী ফারুক তাঁর ছোট ভাইকে পাঠালে গিয়ে ঘরের দরজা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের মধ্যে লাইমা বিদেশে স্বামীর কাছে চলে যাবেন বলেছিলেন। স্বামীর পরিবারের সঙ্গে লাইমার কোনো যোগাযোগ ছিল না। তবে ইমরান নামের এক মামা মাঝেমধ্যে বাসায় আসতেন। এ সময় তাঁদের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝগড়া হতো।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। যেহেতু ঘর বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া গেছে, সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২২ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে