ফায়সাল করিম, চট্টগ্রাম

এই নগরের ভোর দেখেই তখন ঘুম ভাঙত প্রীতিলতার। এই নগরেই তাঁর বেড়ে ওঠা, দুরন্ত শৈশব-কৈশোর। সেই ১০০ বছর আগের কথা। ব্রিটিশবিরোধী সংগ্রামের অগ্নিযুগ তখন। গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়া বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছে বীর চট্টলায়। সেই ঢেউ ঝড় তুলেছিল কিশোরী প্রীতিলতার মনেও।
প্রীতিলতা তখন ড. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ১৯১৮ থেকে ১৯২৭ সাল পর্যন্ত নগরীর আসকার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়ের একটি বাড়ি ঘিরে তাঁর শৈশবের হাজারো স্মৃতি। এই বাড়িতে থাকতেই তাঁর মনে ধীরে ধীরে দানা বেঁধেছিল বিপ্লবের বীজ। পটিয়ার ধলঘাটে জন্ম নেওয়া মেয়েটির ‘প্রীতিলতা’ হয়ে ওঠার গল্পে একসময় জ্বলন্ত সাক্ষী হয়ে উঠল এই নগর।
এই নগরে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ব্রিটিশবিরোধী সংগ্রামের জন্য আত্মাহুতি দিলেন তিনি। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব থেকে জেএম সেন হলের বিপ্লবীদের আস্তানা, অপর্ণাচরণ ইংরেজি বালিকা বিদ্যালয় থেকে জামালখান—সবই প্রীতিলতার বিপ্লবী ইতিহাসের নীরব সাক্ষী।
এমন মহীয়সীকে ঘিরে এই নগরের এত স্মৃতি! এত গৌরবের ইতিহাস! আজ ১০০ বছর পর সেই নগরীই যেন মনে রাখেনি প্রীতিলতাকে। পুরো নগরীতে প্রীতিলতার স্মৃতি বলতে আছে একটি আবক্ষমূর্তি আর কিছু স্মৃতিফলক। তাঁর স্মৃতিধন্য ইউরোপিয়ান ক্লাবটিও জাদুঘর করার কথা থাকলেও এগোয়নি কাজ।
প্রীতিলতার বংশধর ও প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, নগরে প্রীতিলতার স্মৃতি বলতে পাহাড়তলীতে তাঁর ওই আবক্ষমূর্তি আর জামালখানের দেয়াল ফলক। এসব প্রমাণ করে প্রশাসন তাঁর স্মৃতি রক্ষায় উদাসীন। এই নগরী তো প্রীতিলতাকে মনে রাখেনি।
চট্টগ্রামে প্রীতিলতার স্মৃতির প্রতি এই অবমাননা নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। তিনি বলেন, যে চট্টগ্রামে তিনি বেড়ে উঠলেন, সেই নগরীতেই তাঁর স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়নি কোনো কর্তৃপক্ষই।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, `২০১৭ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের স্মৃতিবিজড়িত বর্তমান রেল কার্যালয়টি ভেঙে বহুতল ভবন করতে চেয়েছিল রেল কর্তৃপক্ষ। তখন সেটির প্রতিবাদ জানিয়ে ঠেকিয়েছিলাম। আমরা চাই দ্রুত সেই স্থানকে জাদুঘর করা হোক।'
রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, `আমরা আপাতত ওই স্থানকে সংরক্ষিত স্থাপনা হিসেবে রেখেছি। জাদুঘর করার বিষয়টি অবগত নই।'

এই নগরের ভোর দেখেই তখন ঘুম ভাঙত প্রীতিলতার। এই নগরেই তাঁর বেড়ে ওঠা, দুরন্ত শৈশব-কৈশোর। সেই ১০০ বছর আগের কথা। ব্রিটিশবিরোধী সংগ্রামের অগ্নিযুগ তখন। গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়া বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছে বীর চট্টলায়। সেই ঢেউ ঝড় তুলেছিল কিশোরী প্রীতিলতার মনেও।
প্রীতিলতা তখন ড. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ১৯১৮ থেকে ১৯২৭ সাল পর্যন্ত নগরীর আসকার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়ের একটি বাড়ি ঘিরে তাঁর শৈশবের হাজারো স্মৃতি। এই বাড়িতে থাকতেই তাঁর মনে ধীরে ধীরে দানা বেঁধেছিল বিপ্লবের বীজ। পটিয়ার ধলঘাটে জন্ম নেওয়া মেয়েটির ‘প্রীতিলতা’ হয়ে ওঠার গল্পে একসময় জ্বলন্ত সাক্ষী হয়ে উঠল এই নগর।
এই নগরে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ব্রিটিশবিরোধী সংগ্রামের জন্য আত্মাহুতি দিলেন তিনি। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব থেকে জেএম সেন হলের বিপ্লবীদের আস্তানা, অপর্ণাচরণ ইংরেজি বালিকা বিদ্যালয় থেকে জামালখান—সবই প্রীতিলতার বিপ্লবী ইতিহাসের নীরব সাক্ষী।
এমন মহীয়সীকে ঘিরে এই নগরের এত স্মৃতি! এত গৌরবের ইতিহাস! আজ ১০০ বছর পর সেই নগরীই যেন মনে রাখেনি প্রীতিলতাকে। পুরো নগরীতে প্রীতিলতার স্মৃতি বলতে আছে একটি আবক্ষমূর্তি আর কিছু স্মৃতিফলক। তাঁর স্মৃতিধন্য ইউরোপিয়ান ক্লাবটিও জাদুঘর করার কথা থাকলেও এগোয়নি কাজ।
প্রীতিলতার বংশধর ও প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, নগরে প্রীতিলতার স্মৃতি বলতে পাহাড়তলীতে তাঁর ওই আবক্ষমূর্তি আর জামালখানের দেয়াল ফলক। এসব প্রমাণ করে প্রশাসন তাঁর স্মৃতি রক্ষায় উদাসীন। এই নগরী তো প্রীতিলতাকে মনে রাখেনি।
চট্টগ্রামে প্রীতিলতার স্মৃতির প্রতি এই অবমাননা নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। তিনি বলেন, যে চট্টগ্রামে তিনি বেড়ে উঠলেন, সেই নগরীতেই তাঁর স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়নি কোনো কর্তৃপক্ষই।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, `২০১৭ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের স্মৃতিবিজড়িত বর্তমান রেল কার্যালয়টি ভেঙে বহুতল ভবন করতে চেয়েছিল রেল কর্তৃপক্ষ। তখন সেটির প্রতিবাদ জানিয়ে ঠেকিয়েছিলাম। আমরা চাই দ্রুত সেই স্থানকে জাদুঘর করা হোক।'
রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, `আমরা আপাতত ওই স্থানকে সংরক্ষিত স্থাপনা হিসেবে রেখেছি। জাদুঘর করার বিষয়টি অবগত নই।'

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে