নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় একটি খালে পড়ে যান ষাটোর্ধ্ব এক নারী। গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন তিনি। আরও গভীরে তলিয়ে যাচ্ছিলেন। হাত উঁচু করে ইশারায় সাহায্য চাচ্ছিলেন। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির সেটি নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই নারীকে জীবিত উদ্ধার করেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালুরঘাটে ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির পেছনে উসমানিয়া খালে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার ওপরে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, ওই নারী খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে তিনি তাঁর নাম-ঠিকানা কিছুই জানাননি। তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘ওই নারীর শরীরের প্রায় পুরো অংশই কাদায় ডুবে ছিল। শুধু হাত দিয়ে ইশারায় তিনি বাঁচার জন্য সাহায্য চাচ্ছিলেন। আমাদের টিম কাদায় নেমে তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।’
ওই নারীকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছে। বাসা থেকে বেরিয়ে তিনি খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছেন বাহার উদ্দিন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আশপাশের লোকজন মনে করেছিলেন গাছের গুঁড়ি হয়তো। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন কল করে বিষয়টি আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।’
বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর তাঁকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ তাঁকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা ওপরে ছিল। হয়তো নড়াচড়া করতে গিয়ে যখন আরও তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়া দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের খবর দেয়।’
এর আগে ৩০ জুন ষোলোশহরের চশমা হিল এলাকায় একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালকসহ দুজন। সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে সাদিয়ার (১৯) মরদেহ উদ্ধার করা হয়।
২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় সাত বছরের এক শিশু।

নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় একটি খালে পড়ে যান ষাটোর্ধ্ব এক নারী। গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন তিনি। আরও গভীরে তলিয়ে যাচ্ছিলেন। হাত উঁচু করে ইশারায় সাহায্য চাচ্ছিলেন। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির সেটি নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই নারীকে জীবিত উদ্ধার করেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালুরঘাটে ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির পেছনে উসমানিয়া খালে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার ওপরে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, ওই নারী খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে তিনি তাঁর নাম-ঠিকানা কিছুই জানাননি। তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘ওই নারীর শরীরের প্রায় পুরো অংশই কাদায় ডুবে ছিল। শুধু হাত দিয়ে ইশারায় তিনি বাঁচার জন্য সাহায্য চাচ্ছিলেন। আমাদের টিম কাদায় নেমে তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।’
ওই নারীকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছে। বাসা থেকে বেরিয়ে তিনি খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছেন বাহার উদ্দিন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আশপাশের লোকজন মনে করেছিলেন গাছের গুঁড়ি হয়তো। খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন কল করে বিষয়টি আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।’
বাহার উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর তাঁকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ তাঁকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা ওপরে ছিল। হয়তো নড়াচড়া করতে গিয়ে যখন আরও তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়া দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের খবর দেয়।’
এর আগে ৩০ জুন ষোলোশহরের চশমা হিল এলাকায় একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালকসহ দুজন। সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে সাদিয়ার (১৯) মরদেহ উদ্ধার করা হয়।
২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় সাত বছরের এক শিশু।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২২ মিনিট আগে