খাগড়াছড়ি প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাহাড় ও ঝরনা দেখতে পর্যটকদের পছন্দের জায়গা খাগড়াছড়ি। আজ সোমবার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা এলাকা।
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা যেন আরও মোহনীয় রূপে সেজে উঠেছে। ঢাকা পান্থপথ থেকে আসা দম্পতি প্রান্ত সাহা ও পাপড়ি সাহা প্রথমবার খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন। তাঁরা বলেন, ‘আমরা সাজেকে যাওয়ার সময় একটি ঝরনা দেখেছি। তার চেয়ে এই রিসাং ঝরনাটি বেশি ভালো লেগেছে। কুমিল্লা থেকে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় বেড়াতে এসেছেন আট বন্ধু। ঝরনা ঘুরে ফেরার পথে কথা হয় এই দলের মো. আকাশ ও মো. মনিরুলের সঙ্গে।’ তারা বলেন, ‘চারপাশে গাছগাছালি ঘেরা মাঝখানে সুন্দর একটি ঝরনা। ঠান্ডা পানিতে গোসল করেছি। ঝরনায় যখন আসি, আনন্দ উপভোগ করি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝরনায় বারবার আসতে মন চাইছে।’
খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, যে পরিমাণ ট্যুরিস্ট আগমন ঘটবে ভেবেছিলাম তার অর্ধেকও আসেনি। ঈদের প্রথম দিন থেকে হোটেলের অর্ধেক রুম বুকিং নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, আজকে ৭০টি পিকআপ ও জিপ (চাঁদের গাড়ি) সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছে এবং গতকাল ৪০টি গাড়ি ঘুরেছে। আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, গতকাল ১ হাজার ৬০০ টিকিট বিক্রি করেছেন। আজকেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা করছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, ট্যুরিস্ট খাগড়াছড়িতে এসে থাকবে ভালো কোনো স্পট নেই। শিশুদের জন্য নেই কোনো পার্ক, নেই সুইমিংপুল, এখানে অনেক কিছু অভাব। ট্যুরিস্ট এলাকায় সবকিছু থাকা দরকার আছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আজকে পর্যাপ্ত ট্যুরিস্ট এসেছে। সাজেকে কোনো রিসোর্ট ফাঁকা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সব আইনশৃঙ্খলা সদস্য ট্যুরিস্টদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।’

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাহাড় ও ঝরনা দেখতে পর্যটকদের পছন্দের জায়গা খাগড়াছড়ি। আজ সোমবার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা এলাকা।
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা যেন আরও মোহনীয় রূপে সেজে উঠেছে। ঢাকা পান্থপথ থেকে আসা দম্পতি প্রান্ত সাহা ও পাপড়ি সাহা প্রথমবার খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন। তাঁরা বলেন, ‘আমরা সাজেকে যাওয়ার সময় একটি ঝরনা দেখেছি। তার চেয়ে এই রিসাং ঝরনাটি বেশি ভালো লেগেছে। কুমিল্লা থেকে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় বেড়াতে এসেছেন আট বন্ধু। ঝরনা ঘুরে ফেরার পথে কথা হয় এই দলের মো. আকাশ ও মো. মনিরুলের সঙ্গে।’ তারা বলেন, ‘চারপাশে গাছগাছালি ঘেরা মাঝখানে সুন্দর একটি ঝরনা। ঠান্ডা পানিতে গোসল করেছি। ঝরনায় যখন আসি, আনন্দ উপভোগ করি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝরনায় বারবার আসতে মন চাইছে।’
খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, যে পরিমাণ ট্যুরিস্ট আগমন ঘটবে ভেবেছিলাম তার অর্ধেকও আসেনি। ঈদের প্রথম দিন থেকে হোটেলের অর্ধেক রুম বুকিং নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, আজকে ৭০টি পিকআপ ও জিপ (চাঁদের গাড়ি) সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছে এবং গতকাল ৪০টি গাড়ি ঘুরেছে। আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, গতকাল ১ হাজার ৬০০ টিকিট বিক্রি করেছেন। আজকেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা করছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, ট্যুরিস্ট খাগড়াছড়িতে এসে থাকবে ভালো কোনো স্পট নেই। শিশুদের জন্য নেই কোনো পার্ক, নেই সুইমিংপুল, এখানে অনেক কিছু অভাব। ট্যুরিস্ট এলাকায় সবকিছু থাকা দরকার আছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আজকে পর্যাপ্ত ট্যুরিস্ট এসেছে। সাজেকে কোনো রিসোর্ট ফাঁকা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সব আইনশৃঙ্খলা সদস্য ট্যুরিস্টদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।’

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৭ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে