Ajker Patrika

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনি, দুই দিন পর যুবকের মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনি, দুই দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আশিকুর রহমান (১৯) নামের এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার ভোরে গণপিটুনির পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার ভোরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশিকুর রহমান কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে ও রিকশাচালক। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাসস্টেশন সংলগ্ন একটি দোকান থেকে মলাটের কার্টুন ও টিউবওয়েলের মাথা চুরির অভিযোগে আশিকুরকে ১৫–২০ জন গণপিটুনি দেয়। এ সময় রাসেল নামের এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। চান্দিনা থানা-পুলিশ জানান, আজ শনিবার ভোরে আশিকুরের শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নেয় পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন আজকের পত্রিকাকে জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি চান্দিনা বাসস্টেশনে হলেও সেটি দেবীদ্বারের উপজেলার বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে সীমান্ত জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত