রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর চিকিৎসক ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসক ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যানবাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘর থেকে ৪০০ থেকে ৫০০ ফুট দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় চিকিৎসক ইয়াকুবের মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে রেইনকোট পরা অবস্থায় হাতে মাছভর্তি থলেসহ তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, মাছ ধরে ফেরার পথে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে নিখোঁজ হন তিনি।
নিহত চিকিৎসকের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আজ সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পান। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।’
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষ মরদেহটি দেখে তাঁর পরিবারকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে আমরা অপমৃত্যুর মামলা নেব।’
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খালসংলগ্ন বিলে নিখোঁজ হন চিকিৎসক ইয়াকুব।

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর চিকিৎসক ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসক ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যানবাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘর থেকে ৪০০ থেকে ৫০০ ফুট দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় চিকিৎসক ইয়াকুবের মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে রেইনকোট পরা অবস্থায় হাতে মাছভর্তি থলেসহ তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, মাছ ধরে ফেরার পথে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে নিখোঁজ হন তিনি।
নিহত চিকিৎসকের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আজ সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পান। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।’
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষ মরদেহটি দেখে তাঁর পরিবারকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে আমরা অপমৃত্যুর মামলা নেব।’
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খালসংলগ্ন বিলে নিখোঁজ হন চিকিৎসক ইয়াকুব।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১৮ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে