কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো শৌচাগার। ফলে ভোগান্তি পোহাচ্ছেন লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই সমস্যার সমাধান করে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। তা ছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে ওই শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং প্রায়ই তালাবন্ধ থাকে। ফলে ৫ম তলা থেকে নিচতলায় নামতে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শৌচাগার থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে এটি খুবই দরকার। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না।’
আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ‘শৌচাগার না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থানকালে আশপাশের দপ্তরগুলোর শৌচাগারেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলায় যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় এবং এতে সময় অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।’
প্রশাসনিক ভাবনের নিচ তলায় অবস্থিত শৌচাগারগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তা ছাড়া দরজাগুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভেতরে লাইট না থাকার কারণে অন্ধকার হয়ে থাকে।
লাইব্রেরিতে শৌচাগার নিয়ে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ বলেন, ‘লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই আমরা লাইব্রেরির পেছনে শৌচাগার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তাঁরা জানায়, এখানে শৌচাগার নির্মাণ সম্ভব না। তাই আপাতত পাশের আইকিউএসি’র দপ্তর থেকে একটা শৌচাগারের ব্যবস্থা করার ব্যাপারে আমি কথা বলব।’
তিনি আরও বলেন, ‘লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো শৌচাগার। ফলে ভোগান্তি পোহাচ্ছেন লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই সমস্যার সমাধান করে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। তা ছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে ওই শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং প্রায়ই তালাবন্ধ থাকে। ফলে ৫ম তলা থেকে নিচতলায় নামতে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শৌচাগার থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে এটি খুবই দরকার। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না।’
আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ‘শৌচাগার না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থানকালে আশপাশের দপ্তরগুলোর শৌচাগারেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলায় যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় এবং এতে সময় অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।’
প্রশাসনিক ভাবনের নিচ তলায় অবস্থিত শৌচাগারগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তা ছাড়া দরজাগুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভেতরে লাইট না থাকার কারণে অন্ধকার হয়ে থাকে।
লাইব্রেরিতে শৌচাগার নিয়ে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ বলেন, ‘লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই আমরা লাইব্রেরির পেছনে শৌচাগার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তাঁরা জানায়, এখানে শৌচাগার নির্মাণ সম্ভব না। তাই আপাতত পাশের আইকিউএসি’র দপ্তর থেকে একটা শৌচাগারের ব্যবস্থা করার ব্যাপারে আমি কথা বলব।’
তিনি আরও বলেন, ‘লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে