নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ শয্যা রয়েছে ১৭১টি। এর মধ্যে সরকারি ৪৩টি আর বেসরকারিতে ১২৮টি। রোগীর চাপ বাড়ায় সরকারি ও বেসরকারি হাসপাতাল বাড়াচ্ছে আইসিইউ শয্যা। কিন্তু সংকট তৈরি হয়েছে অ্যানেসথেটিস্ট (যাঁরা আইসিইউতে রোগী দেখাশোনা করেন) চিকিৎসকের। বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে আইসিইউ শয্যা রয়েছে এ রকম সরকারি হাসপাতালে আরও তিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১০টি। সব শয্যায় রোগী ভর্তি। রোগীদের দেখাশোনা করছেন ১২ জন চিকিৎসক। চার ঘণ্টা করে শিফটে দুজন চিকিৎসক সব সময় থাকছেন। এখানে আরও বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন বলে জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮টি আইসিইউ শয্যা রয়েছে। এখানে ১১ জন চিকিৎসক শিফটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব মাসুম বলেন, এক সপ্তাহের মধ্যে আরও সাতটি বেড বাড়বে হাসপাতালে। এখন কোনোমতে চালানো গেলেও, শয্যা বাড়ানোর পর চিকিৎসক না পেলে সংকট তৈরি হবে।
চট্টগ্রাম স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যবস্থাপনার অভাবে সরকারি হাসপাতালে অ্যানেসথেটিস্ট চিকিৎসকের সংকট তৈরি হয়েছে। চমেক রক্ত পরিসঞ্চালন বিভাগের একজন অ্যানেসথেটিস্ট আছেন। তাঁকে চমেক আইসিইউ ইউনিটে রাখা যায়। পটিয়ায় একজন অ্যানেসথেটিস্ট অধ্যাপক রয়েছেন। তাঁকেও চট্টগ্রামে সংযুক্ত করা যায়। বর্তমানে অপারেশন বন্ধ রয়েছে। তাই চমেকের অপারেশন থিয়েটারে কাজ করা অ্যানেসথেটিস্টদের আইসিইউতে সংযুক্ত করা যায়।
শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালেও তৈরি হয়েছে অ্যানেসথেটিস্ট চিকিৎসকের সংকট। করোনা রোগীর চাপ বাড়ায় কয়েকটি হাসপাতাল শয্যা বাড়ানো হয়। সম্প্রতি পার্কভিউ হাসপাতালে আরও ১২টি শয্যা যোগ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগের চিকিৎসক দিয়ে ২৪টি আইসিইউ শয্যার রোগী দেখভাল করা হচ্ছে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম অবশ্য পার্কভিউতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট নেই বলে দাবি করেছেন।

চট্টগ্রামে নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ শয্যা রয়েছে ১৭১টি। এর মধ্যে সরকারি ৪৩টি আর বেসরকারিতে ১২৮টি। রোগীর চাপ বাড়ায় সরকারি ও বেসরকারি হাসপাতাল বাড়াচ্ছে আইসিইউ শয্যা। কিন্তু সংকট তৈরি হয়েছে অ্যানেসথেটিস্ট (যাঁরা আইসিইউতে রোগী দেখাশোনা করেন) চিকিৎসকের। বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে আইসিইউ শয্যা রয়েছে এ রকম সরকারি হাসপাতালে আরও তিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১০টি। সব শয্যায় রোগী ভর্তি। রোগীদের দেখাশোনা করছেন ১২ জন চিকিৎসক। চার ঘণ্টা করে শিফটে দুজন চিকিৎসক সব সময় থাকছেন। এখানে আরও বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন বলে জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮টি আইসিইউ শয্যা রয়েছে। এখানে ১১ জন চিকিৎসক শিফটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব মাসুম বলেন, এক সপ্তাহের মধ্যে আরও সাতটি বেড বাড়বে হাসপাতালে। এখন কোনোমতে চালানো গেলেও, শয্যা বাড়ানোর পর চিকিৎসক না পেলে সংকট তৈরি হবে।
চট্টগ্রাম স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যবস্থাপনার অভাবে সরকারি হাসপাতালে অ্যানেসথেটিস্ট চিকিৎসকের সংকট তৈরি হয়েছে। চমেক রক্ত পরিসঞ্চালন বিভাগের একজন অ্যানেসথেটিস্ট আছেন। তাঁকে চমেক আইসিইউ ইউনিটে রাখা যায়। পটিয়ায় একজন অ্যানেসথেটিস্ট অধ্যাপক রয়েছেন। তাঁকেও চট্টগ্রামে সংযুক্ত করা যায়। বর্তমানে অপারেশন বন্ধ রয়েছে। তাই চমেকের অপারেশন থিয়েটারে কাজ করা অ্যানেসথেটিস্টদের আইসিইউতে সংযুক্ত করা যায়।
শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালেও তৈরি হয়েছে অ্যানেসথেটিস্ট চিকিৎসকের সংকট। করোনা রোগীর চাপ বাড়ায় কয়েকটি হাসপাতাল শয্যা বাড়ানো হয়। সম্প্রতি পার্কভিউ হাসপাতালে আরও ১২টি শয্যা যোগ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগের চিকিৎসক দিয়ে ২৪টি আইসিইউ শয্যার রোগী দেখভাল করা হচ্ছে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম অবশ্য পার্কভিউতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট নেই বলে দাবি করেছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে