নোয়াখালী প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ‘হেভিওয়েট’ প্রার্থী ছিলেন দুজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মওদুদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে দ্বাদশ জাতীয় নির্বাচনে। এখন এ আসনে ওবায়দুল কাদেরের দিকে পাল্লা ভারী। তবে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেলও আছেন আলোচনায়।
৩৮ বছর বয়সী তানভীর জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় রয়েছেন।
তানভীর ১৯৮৫ সালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাজা বিলাসে জন্মগ্রহণ করেন। তিনি বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রয়াত খাজা আবুল খায়েরের একমাত্র ছেলে।
ব্যারিস্টার তানভীর নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের মামলার কৌঁসুলির দায়িত্বে আছেন। এই মামলা নিয়ে তিনি বেশ আলোচনায় আছেন। তানভীর গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন এবং গ্লোবাল করপোরেশনের আইন উপদেষ্টা-প্যানেলের আইনজীবী হিসেবেও দায়িত্বে আছেন। আইন পেশা ও রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী জাপার দলীয় প্রার্থী ব্যারিস্টার তানভীর ছাড়াও আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মকছুদের রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) মোহাম্মদ শামছুদ্দোহা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাকিল মাহমুদ চৌধুরী।
নোয়াখালী-৫ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে রাজনৈতিক-অরাজনৈতিক মহলে ওবায়দুল কাদের ও তানভীরের বেশ পরিচিতি থাকলেও অপর তিন প্রার্থীর তেমন একটা জনসম্পৃক্ততা ও পরিচিতি নেই।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৩৮৮ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ১৩২টি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ‘হেভিওয়েট’ প্রার্থী ছিলেন দুজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মওদুদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে দ্বাদশ জাতীয় নির্বাচনে। এখন এ আসনে ওবায়দুল কাদেরের দিকে পাল্লা ভারী। তবে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেলও আছেন আলোচনায়।
৩৮ বছর বয়সী তানভীর জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় রয়েছেন।
তানভীর ১৯৮৫ সালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাজা বিলাসে জন্মগ্রহণ করেন। তিনি বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রয়াত খাজা আবুল খায়েরের একমাত্র ছেলে।
ব্যারিস্টার তানভীর নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের মামলার কৌঁসুলির দায়িত্বে আছেন। এই মামলা নিয়ে তিনি বেশ আলোচনায় আছেন। তানভীর গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন এবং গ্লোবাল করপোরেশনের আইন উপদেষ্টা-প্যানেলের আইনজীবী হিসেবেও দায়িত্বে আছেন। আইন পেশা ও রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী জাপার দলীয় প্রার্থী ব্যারিস্টার তানভীর ছাড়াও আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মকছুদের রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) মোহাম্মদ শামছুদ্দোহা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাকিল মাহমুদ চৌধুরী।
নোয়াখালী-৫ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে রাজনৈতিক-অরাজনৈতিক মহলে ওবায়দুল কাদের ও তানভীরের বেশ পরিচিতি থাকলেও অপর তিন প্রার্থীর তেমন একটা জনসম্পৃক্ততা ও পরিচিতি নেই।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৩৮৮ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ১৩২টি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে