
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। মিছিল শেষে একজনকে আটক করা নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতাসহ দুজন আহত হয়েছেন। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আসিবুল হাসান সৈকতকে শিবিরের কর্মী হিসেবে দাবি করছে ছাত্রলীগ। অপর দিকে শিবিরের দাবি ওই ছেলে পথচারী সাধারণ ছাত্র। সৈকতকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর জোরারগঞ্জ থানা-পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে। সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় জখম রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ছাত্রশিবিরের কর্মীরা ঠাকুরদীঘি ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিল শেষে শিবিরের নেতা-কর্মীরা চলে যান। এদিকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা একজনকে আটক করে মারধর করছে— এমন খবর পেয়ে শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিত হামলা চালান। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক তাওসিফ মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্র ও মুসলিম জাতিসত্তার চেতনাবিরোধী বিকৃত ইতিহাস ও ভিনদেশি অপসংস্কৃতিতে পরিপূর্ণ শিক্ষাক্রম বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর। শান্তিপূর্ণ মিছিল-পরবর্তী পথচারী সাধারণ ছাত্র আসিবুল হাসান সৈকতকে যুবলীগের কতিপয় ১০/১৫ জন সন্ত্রাসী বেধড়ক মারতে মারতে জখম করে, পরে পুলিশ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানায় নিয়ে যায়। বিনা কারণে একজন নিরীহ সাধারণ ছাত্রকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটির জেলা উত্তর শাখা।
প্রতিবাদ বার্তায় চট্টগ্রাম জেলা উত্তর শিবির সভাপতি নাজমুস সালেহীন বলেন, ‘আবারও পরিকল্পিতভাবে নিরপরাধ ছাত্রদের জীবন ধ্বংসের নির্মম খেলায় মেতে উঠেছে বর্তমান সরকারের পুলিশ ও যুবলীগ সন্ত্রাসী বাহিনী। কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান এবং নিরীহ একজন ছাত্রকে আটক করে জোরারগঞ্জ থানা-পুলিশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে আরও বলেন, ‘দেশের সংবিধান প্রত্যেক দলকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই। জোরারগঞ্জ থানায় আটক নিরীহ সাধারণ ছাত্র সৈকতকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এদিকে সাবেক দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানের ওপর শিবিরের অতর্কিত হামলার প্রতিবাদে বেলা ৩টায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করে ইউনিয়ন যুবলীগ। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া বলেন, ‘৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাতের ওপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত- শিবিরের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’
জোরারগঞ্জ থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জসিম বলেন, ‘একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৭ মিনিট আগে