হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ ও চিকিৎসার খরচ মেটাতে এক বছর বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেয় শিশুটির বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানতে পারে হাজীগঞ্জ থানা-পুলিশ। এরপর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানার ওসি জুবাইর সৈয়দের প্রচেষ্টায় ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার রাতে ওই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেওয়া দম্পতি বাসায় ছিলেন না। তাদের কাজের বুয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, ‘শিশুকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে ঢাকায় গিয়েছি।’
জানা গেছে, শিশুটির বাবার নাম বশির মজুমদার। দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। একটি সড়ক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছিলেন না তিনি। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে প্রায় ৫ লাখ টাকার ঋণ রয়েছে তাঁর। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে এক বছর বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেন তিনি।
শিশুকে পেয়ে তার মা আছমা বেগম বলেন, ‘আল্লাহর মেহেরবানিতে আমার মেয়েকে আমার কোলে ফিরে পেয়েছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছি।’

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ ও চিকিৎসার খরচ মেটাতে এক বছর বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেয় শিশুটির বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানতে পারে হাজীগঞ্জ থানা-পুলিশ। এরপর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানার ওসি জুবাইর সৈয়দের প্রচেষ্টায় ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার রাতে ওই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেওয়া দম্পতি বাসায় ছিলেন না। তাদের কাজের বুয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, ‘শিশুকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে ঢাকায় গিয়েছি।’
জানা গেছে, শিশুটির বাবার নাম বশির মজুমদার। দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। একটি সড়ক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছিলেন না তিনি। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে প্রায় ৫ লাখ টাকার ঋণ রয়েছে তাঁর। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে এক বছর বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেন তিনি।
শিশুকে পেয়ে তার মা আছমা বেগম বলেন, ‘আল্লাহর মেহেরবানিতে আমার মেয়েকে আমার কোলে ফিরে পেয়েছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছি।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে