হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠসংলগ্ন মহাসড়কে উপস্থিত হন।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বুয়েটের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাবিহা হক, চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হাটহাজারীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বখতিয়ার উদ্দিন শামীম, সড়ক ও জনপথ অধিদপ্তর হাটহাজারীর উপ-সহকারী প্রকৌশলী আবু আহাসান মো. আজিজুল মোস্তফা, ফটিকছড়ি উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ এবং নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান।
এ বিষয়ে চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী এ প্রতিবেদককে বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। যা পরে আপনাদেরকে জানানো হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছিল।
নিহতদের মধ্যে তিনজন নারী, তিনটি শিশু ও একজন পুরুষ ছিলেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের চন্দনাইশ থেকে অটোরিকশা যোগে ফটিকছড়ির নানুপুর এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠসংলগ্ন মহাসড়কে উপস্থিত হন।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বুয়েটের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাবিহা হক, চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হাটহাজারীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বখতিয়ার উদ্দিন শামীম, সড়ক ও জনপথ অধিদপ্তর হাটহাজারীর উপ-সহকারী প্রকৌশলী আবু আহাসান মো. আজিজুল মোস্তফা, ফটিকছড়ি উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ এবং নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান।
এ বিষয়ে চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী এ প্রতিবেদককে বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। যা পরে আপনাদেরকে জানানো হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছিল।
নিহতদের মধ্যে তিনজন নারী, তিনটি শিশু ও একজন পুরুষ ছিলেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের চন্দনাইশ থেকে অটোরিকশা যোগে ফটিকছড়ির নানুপুর এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে গড়েয়া ব্রিজ এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
১ ঘণ্টা আগে
এই রেকর্ড রুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। তিনি আরও জানান, খুব বেশি প্রয়োজন ছাড়া ভবনের দরজা কেউ খুলতেন না।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়িতে এটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগে