নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভরণপোষণ না দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধ পিতা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে ছেলে মো. ইয়াছিন (৪৫) এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন হাফেজ আবুল মোজাফফর (৭৮)।
মামলা আদালত গ্রহণ করে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন। আবুল মোজাফফর লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার বাসিন্দা। তিনি নগরীর গণি বেকারি মোড় এলাকার হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের বসতভিটা ও জমি নিজের কব্জায় নিয়ে নেয় ছেলে মো. ইয়াছিন। সমস্ত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিকে থাকে ইয়াছিন। বাবাকে রাজি করতে না পেরে প্রাণনাশের হুমকি দেয়। ব্যবসার কথা বলে বিভিন্ন সময় ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা নেয় ইয়াছিন। সেই টাকাও ফেরৎ দেয়নি।
এ ছাড়া ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাবরেজিস্ট্রি অফিসে জোর করে হেবা দলিলে স্বাক্ষর নেয় ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে ছেলে সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ১৬ মার্চ পুনরায় বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা ফেরৎ চাইলে উত্তেজিত হয়ে ছেলে আরও ১০ লাখ টাকা উল্টো দাবি করে।
এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, ছেলে মো. ইয়াছিন বিরুদ্ধে বৃদ্ধ বাবা হাফেজ আবুল মোজাফফর আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
জিয়া হাবীব আহসান আরও জানান, ২০১৩ সালে বাংলাদেশ সরকার সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার জন্য পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রবর্তন করে। আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণ-পোষণ না দিলে তা অপরাধ হিসেব গণ্য হবে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার টাকা না দিলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মামলার বিষয়ে বাদী হাফেজ আবুল মোজাফফর বলেন, ‘বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করে দিন কাটানোর সময়ে আমাকে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। টাকা পয়সা ও জায়গা জমি সবকিছু নিয়ে ফেলেছে এই ছেলে। আদালতের কাছে বিচার চাইতে এসেছি।’

ভরণপোষণ না দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধ পিতা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে ছেলে মো. ইয়াছিন (৪৫) এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন হাফেজ আবুল মোজাফফর (৭৮)।
মামলা আদালত গ্রহণ করে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন। আবুল মোজাফফর লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার বাসিন্দা। তিনি নগরীর গণি বেকারি মোড় এলাকার হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের বসতভিটা ও জমি নিজের কব্জায় নিয়ে নেয় ছেলে মো. ইয়াছিন। সমস্ত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিকে থাকে ইয়াছিন। বাবাকে রাজি করতে না পেরে প্রাণনাশের হুমকি দেয়। ব্যবসার কথা বলে বিভিন্ন সময় ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা নেয় ইয়াছিন। সেই টাকাও ফেরৎ দেয়নি।
এ ছাড়া ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাবরেজিস্ট্রি অফিসে জোর করে হেবা দলিলে স্বাক্ষর নেয় ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে ছেলে সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ১৬ মার্চ পুনরায় বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা ফেরৎ চাইলে উত্তেজিত হয়ে ছেলে আরও ১০ লাখ টাকা উল্টো দাবি করে।
এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, ছেলে মো. ইয়াছিন বিরুদ্ধে বৃদ্ধ বাবা হাফেজ আবুল মোজাফফর আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
জিয়া হাবীব আহসান আরও জানান, ২০১৩ সালে বাংলাদেশ সরকার সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার জন্য পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রবর্তন করে। আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণ-পোষণ না দিলে তা অপরাধ হিসেব গণ্য হবে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার টাকা না দিলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মামলার বিষয়ে বাদী হাফেজ আবুল মোজাফফর বলেন, ‘বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করে দিন কাটানোর সময়ে আমাকে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। টাকা পয়সা ও জায়গা জমি সবকিছু নিয়ে ফেলেছে এই ছেলে। আদালতের কাছে বিচার চাইতে এসেছি।’

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৯ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১২ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
২৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে