দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

২০১১ সালে জীবিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আনিসুল হক মিলন (৩০)। দীর্ঘ ১৩ বছর আফ্রিকার বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য করে দেশে নিজের পরিবারকে অনেকটা স্বাবলম্বীও করেছেন। সম্প্রতি পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করেন খালাতো বোন শাহেদা আক্তারকে। দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে আনবেন এমনটাই কথা ছিল। গত শনিবার বাংলাদেশে পৌঁছার কথা ছিল আনিসুল হক মিলনের। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল।
আগের দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাংলাদেশে আসার জন্য জোহানেসবার্গ বিমানবন্দরে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু ও বন্ধুর ছেলে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে দেশে। এ সময় স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আশপাশের পরিবেশ।
মিলনের ছোট ভাই সাইদুল হক রিমন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১৩ বছর পর গত শনিবার দেশে আসার কথা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় ভাইয়ের মৃত্যুর খবর আসে। পারিবারিকভাবে ১০ দিন আগে ভাইয়ের সঙ্গে খালাতো বোন শাহেদা আক্তারের বিয়ে হয়। দেশে আসার পর ১০-১৫ দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে নেবেন এমনটাই কথা ছিল।’
বড় বোন রাজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছে বোন ধৈর্য ধর, এইবার দেশে আসলে তোর ছেলেকে ব্যবসা-বাণিজ্যে অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোকে ঘর তৈরি করে দেব। কিন্তু আমার ভাইয়ের সে আশা আল্লাহ পূরণ করল না।’
মিলনের বাবা বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এই কথাটা ভাবতে পারছি না। দুই মাস আগে ছেলে আফ্রিকায় নতুন ব্যবসা চালু করেছে, সে জন্য ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার কাছে পাঠাই। এখন আমি ছেলে হারিয়ে ধারদেনা হয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিশোধ করব এই টাকা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মিলন দেশে আসলেই তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। গতকাল সরেজমিন তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামী দুই-এক দিনের ভেতরে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর সবার লাশ একসঙ্গে আসার কথা রয়েছে।’

২০১১ সালে জীবিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আনিসুল হক মিলন (৩০)। দীর্ঘ ১৩ বছর আফ্রিকার বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য করে দেশে নিজের পরিবারকে অনেকটা স্বাবলম্বীও করেছেন। সম্প্রতি পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করেন খালাতো বোন শাহেদা আক্তারকে। দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে আনবেন এমনটাই কথা ছিল। গত শনিবার বাংলাদেশে পৌঁছার কথা ছিল আনিসুল হক মিলনের। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল।
আগের দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাংলাদেশে আসার জন্য জোহানেসবার্গ বিমানবন্দরে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু ও বন্ধুর ছেলে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে দেশে। এ সময় স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আশপাশের পরিবেশ।
মিলনের ছোট ভাই সাইদুল হক রিমন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১৩ বছর পর গত শনিবার দেশে আসার কথা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় ভাইয়ের মৃত্যুর খবর আসে। পারিবারিকভাবে ১০ দিন আগে ভাইয়ের সঙ্গে খালাতো বোন শাহেদা আক্তারের বিয়ে হয়। দেশে আসার পর ১০-১৫ দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে নেবেন এমনটাই কথা ছিল।’
বড় বোন রাজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছে বোন ধৈর্য ধর, এইবার দেশে আসলে তোর ছেলেকে ব্যবসা-বাণিজ্যে অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোকে ঘর তৈরি করে দেব। কিন্তু আমার ভাইয়ের সে আশা আল্লাহ পূরণ করল না।’
মিলনের বাবা বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এই কথাটা ভাবতে পারছি না। দুই মাস আগে ছেলে আফ্রিকায় নতুন ব্যবসা চালু করেছে, সে জন্য ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার কাছে পাঠাই। এখন আমি ছেলে হারিয়ে ধারদেনা হয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিশোধ করব এই টাকা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মিলন দেশে আসলেই তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। গতকাল সরেজমিন তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামী দুই-এক দিনের ভেতরে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর সবার লাশ একসঙ্গে আসার কথা রয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে