চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরেই দাখিল পরীক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় পরীক্ষার্থীদের পিটিয়ে তিনটি স্কেল ভাঙার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের ৯ ও ১০ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।
পরীক্ষার্থীদের দাবি, কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন এ ঘটনা ঘটিয়েছেন।
পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীনকে পরিবর্তন করে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।
আজ শনিবার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন ১১ জন পরীক্ষার্থীকে পেটানো হয়েছিল। এদের মধ্যে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ৮ জন, উপজেলার আবেদা নূর ফাজিল মাদ্রাসার ৩ জন। তারা জানিয়েছে, এ বিষয়ে তারা কেন্দ্র সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায়, কোরআন মাজিদ বিষয়ে এমসিকিউ অংশের পরীক্ষা চলাকালে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) সেট কোডের বৃত্ত ভরাট না করায় ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন স্কেল দিয়ে পিটিয়েছেন।
পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, ওই ঘটনার পর তাঁদের সন্তানেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি।
এ ব্যাপারে ওই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের প্রত্যবেক্ষক শিক্ষক রুজিনা আক্তার বলেন, ‘এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট। ১৫ মিনিট অতিবাহিত হলেও কোনো পরীক্ষার্থী সেট কোড ভরাট করেনি। শিক্ষার্থীরা আমাদের কথাও শুনছিল না। এ বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের নির্দেশ দিলেও তারা হট্টগোল করে। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে একজনকে স্কেল দিয়ে প্রহার করেন।’
এ ব্যাপারে অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কোনো পরীক্ষার্থীদের পিটানোর ঘটনা ঘটেনি। সেট কোড ভরাট না করায় আমি শুধুমাত্র ধমক দিয়েছি।’
প্রত্যাহারের বিষয় সম্পর্কে তিনি বলেন, ‘সেটিও আমার জানা নেই। ইউএনও মহোদয় আমাকে তাঁর সঙ্গে থাকার জন্য বলেছেন। আমি শনিবার ইউএনওর সঙ্গে ছিলাম। এ ছাড়া বৃহস্পতিবার আমি স্বচ্ছতার সঙ্গেই দায়িত্ব পালন করছিলাম। সে কারণে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দিচ্ছে।’
এ বিষয়ে কেন্দ্রসচিব ও আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। আজকে (শনিবার) তিনি ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে অন্য অফিসারকে দায়িত্ব দিয়েছেন।’
এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, ‘অফিসার সালাউদ্দীন পরীক্ষার ভিজিল্যান্স টিমের সদস্য। তাঁকে প্রত্যাহার করা হয়নি। পরীক্ষার কাজে শনিবার অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার্থীদের লিখিত অভিযোগটি তদন্ত করে দেখব।’

কুমিল্লার চান্দিনায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরেই দাখিল পরীক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় পরীক্ষার্থীদের পিটিয়ে তিনটি স্কেল ভাঙার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের ৯ ও ১০ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।
পরীক্ষার্থীদের দাবি, কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন এ ঘটনা ঘটিয়েছেন।
পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীনকে পরিবর্তন করে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।
আজ শনিবার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন ১১ জন পরীক্ষার্থীকে পেটানো হয়েছিল। এদের মধ্যে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ৮ জন, উপজেলার আবেদা নূর ফাজিল মাদ্রাসার ৩ জন। তারা জানিয়েছে, এ বিষয়ে তারা কেন্দ্র সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায়, কোরআন মাজিদ বিষয়ে এমসিকিউ অংশের পরীক্ষা চলাকালে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) সেট কোডের বৃত্ত ভরাট না করায় ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন স্কেল দিয়ে পিটিয়েছেন।
পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, ওই ঘটনার পর তাঁদের সন্তানেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি।
এ ব্যাপারে ওই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের প্রত্যবেক্ষক শিক্ষক রুজিনা আক্তার বলেন, ‘এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট। ১৫ মিনিট অতিবাহিত হলেও কোনো পরীক্ষার্থী সেট কোড ভরাট করেনি। শিক্ষার্থীরা আমাদের কথাও শুনছিল না। এ বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের নির্দেশ দিলেও তারা হট্টগোল করে। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে একজনকে স্কেল দিয়ে প্রহার করেন।’
এ ব্যাপারে অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কোনো পরীক্ষার্থীদের পিটানোর ঘটনা ঘটেনি। সেট কোড ভরাট না করায় আমি শুধুমাত্র ধমক দিয়েছি।’
প্রত্যাহারের বিষয় সম্পর্কে তিনি বলেন, ‘সেটিও আমার জানা নেই। ইউএনও মহোদয় আমাকে তাঁর সঙ্গে থাকার জন্য বলেছেন। আমি শনিবার ইউএনওর সঙ্গে ছিলাম। এ ছাড়া বৃহস্পতিবার আমি স্বচ্ছতার সঙ্গেই দায়িত্ব পালন করছিলাম। সে কারণে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দিচ্ছে।’
এ বিষয়ে কেন্দ্রসচিব ও আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। আজকে (শনিবার) তিনি ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে অন্য অফিসারকে দায়িত্ব দিয়েছেন।’
এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, ‘অফিসার সালাউদ্দীন পরীক্ষার ভিজিল্যান্স টিমের সদস্য। তাঁকে প্রত্যাহার করা হয়নি। পরীক্ষার কাজে শনিবার অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার্থীদের লিখিত অভিযোগটি তদন্ত করে দেখব।’

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে