নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগের পাসের হার ৭৩ শতাংশ। যেখানে আগের বছর ছিল ৮৮ দশমিক ৭৬ শতাংশ। বরাবরের মতো এবারও বিজ্ঞান বিভাগের বেশি পাস করেছে শিক্ষার্থীরা। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ।
সার্বিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে আছেন মেয়েরা। জেলায় এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।
আজ বুধবার প্রকাশিত সারা দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬৭টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৯৯৭। এর মধ্যে ১১১টি কেন্দ্রে মোট ৯১ হাজার ৯৬০ জন উপস্থিত ছিল। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৪২০ এবং পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। আর ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৪০ এবং পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র ও ৭ হাজার ১০৬ জন ছাত্রী।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে। এবার পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীর বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এ ছাড়া এই বছর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ হাজার ৭২০। এক বিষয়ে অকৃতকার্য করেছে ১২ হাজার ৯৩৯ জন। শতকরা হিসেবে এ হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এবার ১৬টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবার পরীক্ষা চলাকালে বহিষ্কৃত হন ৫ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯১ দশমিক ৩০, মানবিক বিভাগ থেকে ৭৩ দশমিক শূন্য ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মহানগর বাদে জেলায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে পাসের হার ৮২ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া কক্সবাজার জেলার ৭৪ দশমিক ৯২, রাঙামাটি জেলার ৭৫ দশমিক ৩৩, খাগড়াছড়ি জেলার ৬৮ দশমিক ৭৮ এবং বান্দরবান জেলার ৮১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগের পাসের হার ৭৩ শতাংশ। যেখানে আগের বছর ছিল ৮৮ দশমিক ৭৬ শতাংশ। বরাবরের মতো এবারও বিজ্ঞান বিভাগের বেশি পাস করেছে শিক্ষার্থীরা। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ।
সার্বিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে আছেন মেয়েরা। জেলায় এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।
আজ বুধবার প্রকাশিত সারা দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬৭টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৯৯৭। এর মধ্যে ১১১টি কেন্দ্রে মোট ৯১ হাজার ৯৬০ জন উপস্থিত ছিল। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৪২০ এবং পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। আর ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৪০ এবং পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র ও ৭ হাজার ১০৬ জন ছাত্রী।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে। এবার পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীর বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এ ছাড়া এই বছর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ হাজার ৭২০। এক বিষয়ে অকৃতকার্য করেছে ১২ হাজার ৯৩৯ জন। শতকরা হিসেবে এ হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এবার ১৬টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবার পরীক্ষা চলাকালে বহিষ্কৃত হন ৫ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯১ দশমিক ৩০, মানবিক বিভাগ থেকে ৭৩ দশমিক শূন্য ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মহানগর বাদে জেলায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে পাসের হার ৮২ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া কক্সবাজার জেলার ৭৪ দশমিক ৯২, রাঙামাটি জেলার ৭৫ দশমিক ৩৩, খাগড়াছড়ি জেলার ৬৮ দশমিক ৭৮ এবং বান্দরবান জেলার ৮১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে