নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগের পাসের হার ৭৩ শতাংশ। যেখানে আগের বছর ছিল ৮৮ দশমিক ৭৬ শতাংশ। বরাবরের মতো এবারও বিজ্ঞান বিভাগের বেশি পাস করেছে শিক্ষার্থীরা। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ।
সার্বিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে আছেন মেয়েরা। জেলায় এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।
আজ বুধবার প্রকাশিত সারা দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬৭টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৯৯৭। এর মধ্যে ১১১টি কেন্দ্রে মোট ৯১ হাজার ৯৬০ জন উপস্থিত ছিল। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৪২০ এবং পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। আর ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৪০ এবং পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র ও ৭ হাজার ১০৬ জন ছাত্রী।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে। এবার পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীর বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এ ছাড়া এই বছর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ হাজার ৭২০। এক বিষয়ে অকৃতকার্য করেছে ১২ হাজার ৯৩৯ জন। শতকরা হিসেবে এ হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এবার ১৬টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবার পরীক্ষা চলাকালে বহিষ্কৃত হন ৫ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯১ দশমিক ৩০, মানবিক বিভাগ থেকে ৭৩ দশমিক শূন্য ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মহানগর বাদে জেলায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে পাসের হার ৮২ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া কক্সবাজার জেলার ৭৪ দশমিক ৯২, রাঙামাটি জেলার ৭৫ দশমিক ৩৩, খাগড়াছড়ি জেলার ৬৮ দশমিক ৭৮ এবং বান্দরবান জেলার ৮১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগের পাসের হার ৭৩ শতাংশ। যেখানে আগের বছর ছিল ৮৮ দশমিক ৭৬ শতাংশ। বরাবরের মতো এবারও বিজ্ঞান বিভাগের বেশি পাস করেছে শিক্ষার্থীরা। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ।
সার্বিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে আছেন মেয়েরা। জেলায় এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।
আজ বুধবার প্রকাশিত সারা দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬৭টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৯৯৭। এর মধ্যে ১১১টি কেন্দ্রে মোট ৯১ হাজার ৯৬০ জন উপস্থিত ছিল। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৪২০ এবং পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। আর ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৪০ এবং পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র ও ৭ হাজার ১০৬ জন ছাত্রী।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে। এবার পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীর বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এ ছাড়া এই বছর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ হাজার ৭২০। এক বিষয়ে অকৃতকার্য করেছে ১২ হাজার ৯৩৯ জন। শতকরা হিসেবে এ হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এবার ১৬টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবার পরীক্ষা চলাকালে বহিষ্কৃত হন ৫ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯১ দশমিক ৩০, মানবিক বিভাগ থেকে ৭৩ দশমিক শূন্য ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মহানগর বাদে জেলায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে পাসের হার ৮২ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া কক্সবাজার জেলার ৭৪ দশমিক ৯২, রাঙামাটি জেলার ৭৫ দশমিক ৩৩, খাগড়াছড়ি জেলার ৬৮ দশমিক ৭৮ এবং বান্দরবান জেলার ৮১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৮ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে