Ajker Patrika

নোয়াখালীতে ছুরিকাঘাতে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকার এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

গত ১ জুলাই রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির বাড়িতে ঢুকে হোসনে আরা বেগমের ওপর হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা হোসনে আরা বেগমের দুই কান ছিঁড়ে শরীর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং বিছানার নিচে রাখা সাড়ে ৩ লাখ টাকা লুট করে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে মাইন উদ্দিন কবিরহাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওসি শাহীন মিয়া বলেন, এটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত