Ajker Patrika

আরাকান আর্মির কাছে আশ্রয় নেওয়া ১৬ জেলেকে ফেরত আনল বিজিবি 

কক্সবাজার প্রতিনিধি
আরাকান আর্মির কাছে আশ্রয় নেওয়া ১৬ জেলেকে ফেরত আনল বিজিবি 

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।

৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।

পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।

cox-2ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।

তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত