নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি থেকে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এলজিইডির একটি সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করেছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষক মো. হারুন উর রশীদ উপজেলার পশ্চিম ইদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি সড়কের হলেও শিক্ষক ব্যক্তি মালিকানার দাবি করে সেগুলো বিক্রি করেছেন।
গত শুক্র ও শনিবার গাছ কাটার এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গাছগুলো একজন কাঠ ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেন শিক্ষক। পরে টাকাগুলো তিনি ছয় ভাই-বোনের মধ্যে ভাগ করে দেন।
প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ বলেন, ‘সড়কটির পাশে আমার পৈতৃক জমি রয়েছে। গাছগুলো আমার পরিবার রোপণ করেছে। আশপাশের অনেকেই এ ধরনের গাছ কেটেছেন। তারাও কোনো অনুমতি নেয়নি। আমি “মৌখিক” বন বিভাগের লোকজনকে অবহিত করলেও কাগজে-কলমে অনুমতি লাগবে সেটি বুঝিনি। সেটা আমার অপরাধ হয়েছে।’
তবে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘সরকারি সড়কের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে। এখানে সেটি মানা হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক হয়ে এমন কাজ করা অনুচিত।’
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘সরকারি সড়কের গাছ ব্যক্তি পর্যায়ে কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এলজিইডির একটি সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করেছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষক মো. হারুন উর রশীদ উপজেলার পশ্চিম ইদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি সড়কের হলেও শিক্ষক ব্যক্তি মালিকানার দাবি করে সেগুলো বিক্রি করেছেন।
গত শুক্র ও শনিবার গাছ কাটার এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গাছগুলো একজন কাঠ ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেন শিক্ষক। পরে টাকাগুলো তিনি ছয় ভাই-বোনের মধ্যে ভাগ করে দেন।
প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ বলেন, ‘সড়কটির পাশে আমার পৈতৃক জমি রয়েছে। গাছগুলো আমার পরিবার রোপণ করেছে। আশপাশের অনেকেই এ ধরনের গাছ কেটেছেন। তারাও কোনো অনুমতি নেয়নি। আমি “মৌখিক” বন বিভাগের লোকজনকে অবহিত করলেও কাগজে-কলমে অনুমতি লাগবে সেটি বুঝিনি। সেটা আমার অপরাধ হয়েছে।’
তবে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘সরকারি সড়কের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে। এখানে সেটি মানা হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক হয়ে এমন কাজ করা অনুচিত।’
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘সরকারি সড়কের গাছ ব্যক্তি পর্যায়ে কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে