দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমার ছুটি মিলিয়ে অনেকেই ঘুরতে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিকে গত ১ অক্টোবর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে কক্সবাজারে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।
আজ বুধবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত অন্তত ২ লাখ মানুষের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন বিচের কর্মীরা। শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জনে লাখো পুণ্যার্থীর সঙ্গে বিপুল পর্যটকের সমাগমে সৈকতের কোথাও ফাঁকা ছিল না।
পর্যটন ব্যবসায়ীরা বলেন, সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল উপলক্ষে থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার বিষয়টি প্রচার পেয়েছে। পর্যটন মেলা ও ছুটি মিলিয়ে এবার ১০ লাখেরও বেশি পর্যটকের সমাগম হতে পারে।
ব্যবসায়ীরা জানান, সমুদ্রসৈকত ছাড়াও মেরিনড্রাইভ ধরে ইনানী, হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে ছুটছেন পর্যটকেরা। এ ছাড়া রামু বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গ এবং শৈলদ্বীপ মহেশখালীতেও পর্যটকের সমাগম ঘটেছে।
পর্যটন ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘সম্প্রতি বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় পর্যটক কম এসেছেন। এছাড়া পদ্মা সেতু চালুর পর অনেকেই কুয়াকাটা ও সুন্দরবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পর্যটকেরা আবারও কক্সবাজারমুখী হচ্ছেন।’
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন বলেন, ‘কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য চিন্তাভাবনা চলছে।’
হোটেল-মোটেল মালিক সমিতি সংগঠনের সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারকা ও মাঝারি মানের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। ছোটখাটো রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ আছে। মোটামুটি টানা বন্ধে ভালো পর্যটক আসছেন।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং সেবা নিশ্চিতে অংশীজনদের সমন্বয়ে কাজ করছে জেলা প্রশাসন। এ ছাড়া সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচের কর্মীরা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ সড়কে ৫০০-এর মতো হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটক রাত যাপন করতে পারেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে