Ajker Patrika

সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে মিলল শিশুর লাশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি 
সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে মিলল শিশুর লাশ 

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশে রাখা ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের কাঞ্চন নগর রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কালো চেক রঙের একটি ব্যাগ চেইন খোল অবস্থায় সড়কের পাশে পড়েছিল। স্থানীয়রা কাছে গিয়ে ব্যাগের ভেতর শিশুর লাশ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পুলিশ গিয়ে ব্যাগের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা জানান, শিশুটির বয়স এক মাসের মতো হবে। 

একই বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বলেন, কেউ শিশুর মরদেহ রাতের অন্ধকারে ব্যাগে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। তার পিতৃ-মাতৃ পরিচয় বের করার চেষ্টা চলছে। 

এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত