কুমিল্লা প্রতিনিধি

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ও এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
আজ মঙ্গলবার সকালে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করে। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় প্রকৃত কতজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে, তা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। রাত ৩টায় নোটিশ জারি করে এইচএসসি পরীক্ষা পিছিয়ে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর বেলা ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেয়। তালাবদ্ধ অবস্থায় অনেক অভিভাবক ও শিক্ষার্থীকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা মৌখিকভাবে আমাদের কাছে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, দাবিগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।’

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ও এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
আজ মঙ্গলবার সকালে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করে। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় প্রকৃত কতজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে, তা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। রাত ৩টায় নোটিশ জারি করে এইচএসসি পরীক্ষা পিছিয়ে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর বেলা ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেয়। তালাবদ্ধ অবস্থায় অনেক অভিভাবক ও শিক্ষার্থীকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা মৌখিকভাবে আমাদের কাছে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, দাবিগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৯ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১৭ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২২ মিনিট আগে