
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টুটুল অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুতায়িত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘টুটুলের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। পাশাপাশি আমি সব অটোরিকশাচালককে অনুরোধ করব, চার্জ দেওয়ার সময় তাঁরা যেন আরও সতর্ক থাকেন। সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে