Ajker Patrika

ওমানে বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার সংবাদ, স্বজনের আহাজারি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ২১
ওমানে বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার সংবাদ, স্বজনের আহাজারি

চট্টগ্রামের রাউজানের উজ্জ্বল দাশ (৩৭) নামের এক প্রবাসী ওমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত রোববার (৫ জুন) ওমানের আল সোহার নামক স্থানে বাংলাদেশ সময় বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানে অবস্থানরত প্রবাসীরা। এমন খবরে মৃত ব্যক্তির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত উজ্জ্বল দাশ ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাশপাড়া গ্রামের মাদল দাশের ছেলে। উজ্জ্বল দাশের সংসারে তন্ময় দাশ ও রাশ্মি দাশ নামের অপ্রাপ্ত বয়স্ক দুই সন্তান রয়েছে। 

উজ্জ্বল দাশের স্ত্রী শিবু দাশ বলেন, ‘কী কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছি না। সকাল ১০টার দিকে আমার সাথে শেষ কথা হয় মুঠোফোনে। গত ১১ বছর ধরে তিনি ওমানে আছেন। গত বছর তিনি বাড়িতে এসেছিলেন। গত ৫ মাস আগে ছুটি কাটিয়ে তিনি ওমানে গেছেন।’ 

উজ্জ্বল দাশের স্ত্রী জানান, তাঁর স্বামী রোগাক্রান্ত ছিলেন। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের পরিচালক বিজন করের কাছে রোগের চিকিৎসার জন্য ছুটে চেয়ে না পাওয়ায় হতাশ ছিলেন। বিজন করের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত