সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে মডেল থানা-পুলিশ। অভিযুক্ত পিতা উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগীর নানা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আটক করা হয়।
স্থানীয় সূত্র, পুলিশ ও মামলার নথি থেকে জানা গেছে, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত তাঁর মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী তার নানা, সৎ মা ও স্কুল শিক্ষিকাকে জানায়। জানানোর পর থেকেই অভিযুক্ত পিতা পলাতক ছিল। পরে এলাকাবাসী উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁকে আটক করে। এরপর তাঁকে সোনাগাজী থানায় নেওয়া হয়।
ভুক্তভোগীর সৎ মা আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তর সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৬ সালে। তাদের ৩ সন্তান রয়েছে। ২০২২ সালের শেষের দিকে স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকেই তিনি তাঁরা বাবার বাড়িতে অবস্থান করছেন। স্বামীর সঙ্গে তেমন কোনো যোগাযোগও নেই। ভুক্তভোগী তাঁকে কল করে ধর্ষণের বিষয়টি জানালে তিনি বিভিন্ন পদক্ষেপ নিতে পরামর্শ দেন।
ভুক্তভোগীর নানা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আমার মেয়ে এবং নাতনি আমার বাড়িতেই ছিল। কয়েক বছর অভিযুক্ত আমার নাতনিকে তাঁর বাড়িতে নিয়ে যায়। আমার মেয়েকেও অন্যত্র বিয়ে দিই। ৪ ডিসেম্বর রাতে ঘুম থেকে উঠিয়ে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর পর তাঁকে জোরপূর্বক ধর্ষণ করলে সে আমাদের জানায়। পাশাপাশি তার এক স্কুল শিক্ষিকাকেও জানায়।’
ভুক্তভোগীর নানা আরও বলেন, ‘১১ ডিসেম্বর বাদ মাগরিব ঘটনা জানাজানি হলে রাতে অভিযুক্তকে এলাকাবাসী আটক করে। পর দিন সকালে সোনাগাজী মডেল থানা-পুলিশকে সংবাদ দিলে তাঁরা তাঁকে নিয়ে যায়। আমি আমার নাতনির সঙ্গে কথা বলেছি। সে তার লম্পট পিতার নির্যাতন ও ভয়ভীতির কারণে মুখ খোলেনি। এখন তার সর্বোচ্চ শাস্তি চায় সে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজীদ আকন ধর্ষণের অভিযোগে একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনীর সোনাগাজী উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে মডেল থানা-পুলিশ। অভিযুক্ত পিতা উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগীর নানা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আটক করা হয়।
স্থানীয় সূত্র, পুলিশ ও মামলার নথি থেকে জানা গেছে, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত তাঁর মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী তার নানা, সৎ মা ও স্কুল শিক্ষিকাকে জানায়। জানানোর পর থেকেই অভিযুক্ত পিতা পলাতক ছিল। পরে এলাকাবাসী উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁকে আটক করে। এরপর তাঁকে সোনাগাজী থানায় নেওয়া হয়।
ভুক্তভোগীর সৎ মা আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তর সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৬ সালে। তাদের ৩ সন্তান রয়েছে। ২০২২ সালের শেষের দিকে স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকেই তিনি তাঁরা বাবার বাড়িতে অবস্থান করছেন। স্বামীর সঙ্গে তেমন কোনো যোগাযোগও নেই। ভুক্তভোগী তাঁকে কল করে ধর্ষণের বিষয়টি জানালে তিনি বিভিন্ন পদক্ষেপ নিতে পরামর্শ দেন।
ভুক্তভোগীর নানা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আমার মেয়ে এবং নাতনি আমার বাড়িতেই ছিল। কয়েক বছর অভিযুক্ত আমার নাতনিকে তাঁর বাড়িতে নিয়ে যায়। আমার মেয়েকেও অন্যত্র বিয়ে দিই। ৪ ডিসেম্বর রাতে ঘুম থেকে উঠিয়ে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর পর তাঁকে জোরপূর্বক ধর্ষণ করলে সে আমাদের জানায়। পাশাপাশি তার এক স্কুল শিক্ষিকাকেও জানায়।’
ভুক্তভোগীর নানা আরও বলেন, ‘১১ ডিসেম্বর বাদ মাগরিব ঘটনা জানাজানি হলে রাতে অভিযুক্তকে এলাকাবাসী আটক করে। পর দিন সকালে সোনাগাজী মডেল থানা-পুলিশকে সংবাদ দিলে তাঁরা তাঁকে নিয়ে যায়। আমি আমার নাতনির সঙ্গে কথা বলেছি। সে তার লম্পট পিতার নির্যাতন ও ভয়ভীতির কারণে মুখ খোলেনি। এখন তার সর্বোচ্চ শাস্তি চায় সে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজীদ আকন ধর্ষণের অভিযোগে একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। দেয়ালে জন্মানো গাছের শেকড় ছিন্নভিন্ন করে ফেলেছে কাঠামো। সিঁড়িতেও জন্মেছে গাছ। ছাদে পানি পড়ে শ্যাওলা জন্মেছে। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা...
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
৫ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে