চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে