চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে