ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি আকবর হোসেনের এক অনুসারী দাগনভূঞা বাজারের ইজারা পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
গতকাল সোমবার বাজারে টাকা তোলা নিয়ে বাগ্বিতণ্ডার পর আজ (মঙ্গলবার) তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষস্থলের পাশে একটি এসএসসি পরীক্ষাকেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন কর্মী নিয়ম মেনে বাজার ইজারা নিয়েছে। টাকা তুলতে গেলে ফটিকের অনুসারীরা বাধা দেয় এবং অতর্কিতে হামলা চালায়।’
অপর দিকে ছাত্রদল নেতা ফটিক বলেন, ‘আকবরের অনুসারীরা অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেয়। প্রকাশ্যে গুলি করে এবং ককটেল ফাটায়। আমাদের কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। এরপর পুলিশ এসে আমাদের লোকদের আটক করে।’
জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তছলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। একই সময় এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান হয়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি আকবর হোসেনের এক অনুসারী দাগনভূঞা বাজারের ইজারা পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
গতকাল সোমবার বাজারে টাকা তোলা নিয়ে বাগ্বিতণ্ডার পর আজ (মঙ্গলবার) তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষস্থলের পাশে একটি এসএসসি পরীক্ষাকেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন কর্মী নিয়ম মেনে বাজার ইজারা নিয়েছে। টাকা তুলতে গেলে ফটিকের অনুসারীরা বাধা দেয় এবং অতর্কিতে হামলা চালায়।’
অপর দিকে ছাত্রদল নেতা ফটিক বলেন, ‘আকবরের অনুসারীরা অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেয়। প্রকাশ্যে গুলি করে এবং ককটেল ফাটায়। আমাদের কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। এরপর পুলিশ এসে আমাদের লোকদের আটক করে।’
জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তছলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। একই সময় এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান হয়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৫ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
১০ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেপুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে দাতা সংস্থার ‘প্রেসক্রিপশনের’ অন্ধ অনুসরণে নতুন প্রকল্প নেওয়া অপরিণামদর্শী ও সরকারি অর্থের শ্রাদ্ধ হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আয়কর আদায় সহজ ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার
১ ঘণ্টা আগে