কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার। বেলা সাড়ে ১১টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন।
সকাল ৮টা থেকে জেলার ১১টি সাংগঠনিক উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে নতুন নেতৃত্ব বাছাই হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে—এ নিয়ে দলে চলছে ব্যাপক আলোচনা। অধিকাংশ নেতাই মনে করেন কেন্দ্রের ওপরই নির্ভর করছে কে দলের দায়িত্বে আসছেন।
গত বুধবার প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার সফর করেন। ওই দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এই মঞ্চেই সম্মেলনের উদ্বোধনী পর্ব চলছে।
এবারের সম্মেলনে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা থেকে কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।
২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, খোরশেদ আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার। বেলা সাড়ে ১১টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন।
সকাল ৮টা থেকে জেলার ১১টি সাংগঠনিক উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে নতুন নেতৃত্ব বাছাই হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে—এ নিয়ে দলে চলছে ব্যাপক আলোচনা। অধিকাংশ নেতাই মনে করেন কেন্দ্রের ওপরই নির্ভর করছে কে দলের দায়িত্বে আসছেন।
গত বুধবার প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার সফর করেন। ওই দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এই মঞ্চেই সম্মেলনের উদ্বোধনী পর্ব চলছে।
এবারের সম্মেলনে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা থেকে কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।
২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, খোরশেদ আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
৫ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে