নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও একটি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব’।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেছেন, দুর্নীতি-করাপশন উন্নয়ন বাধাগ্রস্ত করে বিষয়টি সত্য নয়। দুর্নীতি হলে দেশের উন্নতি হয়। উপাচার্যের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ প্রেক্ষিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে দুর্নীতির পক্ষ নেওয়া উপাচার্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত অভিযোগ করা হবে।
তাঁরা আরও বলেন, দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া এমন উপাচার্যের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ বিষয়ে শিক্ষা সাংবাদিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে ‘দুর্নীতি হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে: কুবি উপাচার্য’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদে বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও একটি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব’।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেছেন, দুর্নীতি-করাপশন উন্নয়ন বাধাগ্রস্ত করে বিষয়টি সত্য নয়। দুর্নীতি হলে দেশের উন্নতি হয়। উপাচার্যের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ প্রেক্ষিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে দুর্নীতির পক্ষ নেওয়া উপাচার্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত অভিযোগ করা হবে।
তাঁরা আরও বলেন, দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া এমন উপাচার্যের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ বিষয়ে শিক্ষা সাংবাদিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে ‘দুর্নীতি হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে: কুবি উপাচার্য’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদে বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে