চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে