চবি সংবাদদাতা

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বৈধ প্রক্রিয়ায় হলে উঠতে পেরেছেন চবির শিক্ষার্থীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা। আজ থেকেই শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাসও ।
এর আগে, জুলাইয়ের শুরুতে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের ফলে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। ফলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় শ্রেণিকক্ষগুলোতে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে চবি বন্ধ ঘোষণা করে জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। ফলে প্রায় ৩ মাসের বেশি সময় পর ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।
এদিকে ক্লাস শুরু হওয়ায় ও বৈধভাবে হলে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘দীর্ঘদিন পর আবার ক্লাসে ফিরতে পারায় খুশি। আশা করি এ সময়ের ক্ষতি পুষিয়ে দিতে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবে।’
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আওয়াল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে হলে থাকতে পারিনি নোংরা রাজনীতির জন্য। এখন সবকিছুর পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা হলে বৈধভাবে সিট পেয়েছে। এতে আমরা অনেক খুশি। তবে আসন বরাদ্দে কিছুটা ত্রুটি হয়েছে। প্রশাসন জানিয়েছে পরবর্তীতে সব ত্রুটির সমাধান করা হবে।’
৭ বছর পর আসন বরাদ্দে নানা অসংগতি দেখা দিয়েছে, অভিযোগও করেছেন অনেকে। তবে, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন মহল। তারা বলছেন, দীর্ঘদিন আসন বরাদ্দ না দেওয়ার সংস্কৃতি ভেঙেছে, এখন নিয়মিত বরাদ্দ চলমান রেখে ভুল-ত্রুটিগুলো সংশোধন করা জরুরি।
হলের আসন বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্টের আগে আসন বরাদ্দের নীতিমালা ছিল না। তৎকালীন প্রশাসন ৫ আগস্টের পর একটি নীতিমালা তৈরি করে; আমরা তা অনুসরণ করছি। দ্রুত বিশ্ববিদ্যালয় চালুর জন্য এই ত্রুটিপূর্ণ নীতিমালাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তা সংশোধন করে ফের বরাদ্দ দেওয়া হবে।’

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বৈধ প্রক্রিয়ায় হলে উঠতে পেরেছেন চবির শিক্ষার্থীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা। আজ থেকেই শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাসও ।
এর আগে, জুলাইয়ের শুরুতে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের ফলে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। ফলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় শ্রেণিকক্ষগুলোতে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে চবি বন্ধ ঘোষণা করে জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। ফলে প্রায় ৩ মাসের বেশি সময় পর ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।
এদিকে ক্লাস শুরু হওয়ায় ও বৈধভাবে হলে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘দীর্ঘদিন পর আবার ক্লাসে ফিরতে পারায় খুশি। আশা করি এ সময়ের ক্ষতি পুষিয়ে দিতে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবে।’
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আওয়াল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে হলে থাকতে পারিনি নোংরা রাজনীতির জন্য। এখন সবকিছুর পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা হলে বৈধভাবে সিট পেয়েছে। এতে আমরা অনেক খুশি। তবে আসন বরাদ্দে কিছুটা ত্রুটি হয়েছে। প্রশাসন জানিয়েছে পরবর্তীতে সব ত্রুটির সমাধান করা হবে।’
৭ বছর পর আসন বরাদ্দে নানা অসংগতি দেখা দিয়েছে, অভিযোগও করেছেন অনেকে। তবে, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন মহল। তারা বলছেন, দীর্ঘদিন আসন বরাদ্দ না দেওয়ার সংস্কৃতি ভেঙেছে, এখন নিয়মিত বরাদ্দ চলমান রেখে ভুল-ত্রুটিগুলো সংশোধন করা জরুরি।
হলের আসন বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্টের আগে আসন বরাদ্দের নীতিমালা ছিল না। তৎকালীন প্রশাসন ৫ আগস্টের পর একটি নীতিমালা তৈরি করে; আমরা তা অনুসরণ করছি। দ্রুত বিশ্ববিদ্যালয় চালুর জন্য এই ত্রুটিপূর্ণ নীতিমালাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তা সংশোধন করে ফের বরাদ্দ দেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে