রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে কয়েক দফায় সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন, মো. জালাল (২২) ও কামাল (১৮)। আজ শুক্রবার (১৬ ডিসেম্বিবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে খোরশেদ আলম (৩২)। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার তালুকদার বলেন, জালাল ও কামালের খেতের ফসল শফিকের গরু নষ্ট করেছে এমন অভিযোগে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরি হয়েছে এমন সন্দেহে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর পর যে যার মতো বাড়িতে চলে যান। আজ বিকেলে আবারও তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে মো. জালাল (২২) ও কামাল (১৮) নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। আহতরা হলেন প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তাঁর তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘গবাদিপশুর রশি ও গলার মুকুট নিয়ে হাতাহাতি হয়েছে বলে জেনেছি। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে দুজন মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে কয়েক দফায় সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন, মো. জালাল (২২) ও কামাল (১৮)। আজ শুক্রবার (১৬ ডিসেম্বিবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে খোরশেদ আলম (৩২)। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার তালুকদার বলেন, জালাল ও কামালের খেতের ফসল শফিকের গরু নষ্ট করেছে এমন অভিযোগে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরি হয়েছে এমন সন্দেহে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর পর যে যার মতো বাড়িতে চলে যান। আজ বিকেলে আবারও তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে মো. জালাল (২২) ও কামাল (১৮) নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। আহতরা হলেন প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তাঁর তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘গবাদিপশুর রশি ও গলার মুকুট নিয়ে হাতাহাতি হয়েছে বলে জেনেছি। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে দুজন মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে