চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে গতকাল মধ্যরাতে মারধরের অভিযোগ উঠেছে মো. হানিফ নামের স্থানীয় এক যুবলীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার বিচারের দাবিতে আজ বুধবার মূল ফটকে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ভিএক্স গ্রুপ। ফলে ক্যাম্পাস থেকে কোনো বাস ছেড়ে যায়নি শহরে। এ ছাড়া শহর থেকে ক্যাম্পাসে আসেনি কোনো শাটল ট্রেন। এতে করে কার্যত অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।
আজ সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর গেটে তালা দিয়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা পায়ে হেঁটে যাতায়াত করছেন।
জানা যায়, মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও সাবেক সহসভাপতি রাশেদ হোসাইন। অন্যদিকে অভিযুক্ত হলেন স্থানীয় যুবলীগ নেতা মো. হানিফ।
মারধরের শিকার ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমরা মোটরবাইকে করে এক নম্বর গেট থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। পথের মধ্যে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তাঁর অনুসারীরা আমাদের ওপর রামদা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। আমরা দুজন দুই দিকে পালিয়ে যাই ৷ এ সময় আমাদের দিকে গুলিও ছোড়া হয় আর ভেঙে ফেলা হয় আমাদের মোটরবাইক।’
প্রদীপ চক্রবর্তী বলেন, ‘এ ঘটনার বিচার এবং হানিফ ও তাঁর দুই ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে আমাদের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছে।’
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে যুবলীগের নেতা মো. হানিফ বলেন, ‘আমি রাতে ঘুমে ছিলাম। মারধরের বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ক্যাম্পাস থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো বাস ছেড়ে যায়নি। অবরোধ তুলে নেওয়া হলে বাস ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। কখন চালু হয় বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে গতকাল মধ্যরাতে মারধরের অভিযোগ উঠেছে মো. হানিফ নামের স্থানীয় এক যুবলীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার বিচারের দাবিতে আজ বুধবার মূল ফটকে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ভিএক্স গ্রুপ। ফলে ক্যাম্পাস থেকে কোনো বাস ছেড়ে যায়নি শহরে। এ ছাড়া শহর থেকে ক্যাম্পাসে আসেনি কোনো শাটল ট্রেন। এতে করে কার্যত অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।
আজ সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর গেটে তালা দিয়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা পায়ে হেঁটে যাতায়াত করছেন।
জানা যায়, মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও সাবেক সহসভাপতি রাশেদ হোসাইন। অন্যদিকে অভিযুক্ত হলেন স্থানীয় যুবলীগ নেতা মো. হানিফ।
মারধরের শিকার ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমরা মোটরবাইকে করে এক নম্বর গেট থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। পথের মধ্যে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তাঁর অনুসারীরা আমাদের ওপর রামদা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। আমরা দুজন দুই দিকে পালিয়ে যাই ৷ এ সময় আমাদের দিকে গুলিও ছোড়া হয় আর ভেঙে ফেলা হয় আমাদের মোটরবাইক।’
প্রদীপ চক্রবর্তী বলেন, ‘এ ঘটনার বিচার এবং হানিফ ও তাঁর দুই ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে আমাদের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছে।’
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে যুবলীগের নেতা মো. হানিফ বলেন, ‘আমি রাতে ঘুমে ছিলাম। মারধরের বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ক্যাম্পাস থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো বাস ছেড়ে যায়নি। অবরোধ তুলে নেওয়া হলে বাস ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। কখন চালু হয় বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে