নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জ্বালানি তেলের দাম বাড়ানোয় গত শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট সারা দেশে এখনো পর্যন্ত চলছে। তবে চট্টগ্রামে আজ রোববার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন রাস্তায় নেমেছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর ব্যস্ততম সড়ক বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, টাইগারপাস মোড় ঘুরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। তবে প্রতিটি রুটে বিশেষ করে বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা তুলনামূলক কম চলেছে। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে ওঠানামা ভাড়া ১০ টাকা হারে আদায় করতে দেখা যায়। যানবাহনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটও তৈরি হয়। বিশেষ করে মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের মেট্রো প্রভাতী, চট্টলা পরিবহনসহ বিভিন্ন মালিক সংগঠনের বাস রাস্তায় চলতে দেখা গেছে।
এ ছাড়া রোববার কর্মদিবস খোলা থাকায় সকাল থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীদের ভিড়ও ছিল উপচে পড়ার মতো। গণপরিবহনের পাশাপাশি বিচ্ছিন্নভাবে কিছু পণ্যবাহী যানবাহনও চলেছে। তবে দূরপাল্লার গণপরিবহনগুলোর চলাচল বন্ধ ছিল।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাসমালিকেরা কিন্তু কোনো ধর্মঘট আহ্বান করিনি। সরকার ডিজেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটার প্রতিবাদে কিছু বাসমালিক লোকসানের মুখে পড়ায় গাড়ি চালাচ্ছেন না। একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনেক বাসমালিক গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। কিন্তু কাউকে বাস চালানোর বিষয়ে বাধা দেওয়া হচ্ছে না। বাস চালাবেন কি চালাবেন না, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। আমরা কিন্তু তাঁদের বাধা দিচ্ছি না। কোথাও কোনো পিকেটিং করছি না।’
মঞ্জুরুল আলম বলেন, ‘সিটি এলাকায় অনেকেই রাস্তায় বাস নামিয়েছেন। কিন্তু দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে। সিটিতে যেসব বাস চলাচল করছে, সেগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। আমরা এভাবে না গিয়ে একটা সুনির্দিষ্ট ভাড়াকাঠামো তৈরির বিষয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

জ্বালানি তেলের দাম বাড়ানোয় গত শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট সারা দেশে এখনো পর্যন্ত চলছে। তবে চট্টগ্রামে আজ রোববার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন রাস্তায় নেমেছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর ব্যস্ততম সড়ক বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, টাইগারপাস মোড় ঘুরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। তবে প্রতিটি রুটে বিশেষ করে বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা তুলনামূলক কম চলেছে। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে ওঠানামা ভাড়া ১০ টাকা হারে আদায় করতে দেখা যায়। যানবাহনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটও তৈরি হয়। বিশেষ করে মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের মেট্রো প্রভাতী, চট্টলা পরিবহনসহ বিভিন্ন মালিক সংগঠনের বাস রাস্তায় চলতে দেখা গেছে।
এ ছাড়া রোববার কর্মদিবস খোলা থাকায় সকাল থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীদের ভিড়ও ছিল উপচে পড়ার মতো। গণপরিবহনের পাশাপাশি বিচ্ছিন্নভাবে কিছু পণ্যবাহী যানবাহনও চলেছে। তবে দূরপাল্লার গণপরিবহনগুলোর চলাচল বন্ধ ছিল।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাসমালিকেরা কিন্তু কোনো ধর্মঘট আহ্বান করিনি। সরকার ডিজেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটার প্রতিবাদে কিছু বাসমালিক লোকসানের মুখে পড়ায় গাড়ি চালাচ্ছেন না। একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনেক বাসমালিক গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। কিন্তু কাউকে বাস চালানোর বিষয়ে বাধা দেওয়া হচ্ছে না। বাস চালাবেন কি চালাবেন না, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। আমরা কিন্তু তাঁদের বাধা দিচ্ছি না। কোথাও কোনো পিকেটিং করছি না।’
মঞ্জুরুল আলম বলেন, ‘সিটি এলাকায় অনেকেই রাস্তায় বাস নামিয়েছেন। কিন্তু দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে। সিটিতে যেসব বাস চলাচল করছে, সেগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। আমরা এভাবে না গিয়ে একটা সুনির্দিষ্ট ভাড়াকাঠামো তৈরির বিষয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২৫ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে