মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত বাসে এক স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে শওকত হোসেন (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চট্টগ্রাম থেকে বাসে মিরসরাইয়ের বড়তাকিয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত শওকত পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বন্দর এলাকার কাপুডিয়া পাড়ার আবুল মকছুদের ছেলে।
জানা গেছে, মীরসরাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা (ছদ্মনাম) চট্টগ্রাম থেকে সকাল ৯টায় চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন। চলন্ত বাসে অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করেন। এরপর তিনি আরও কয়েকজনের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমার অফিসে মীরসরাই নিয়ে যান। পরে তিনি ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা বলেন, ‘সোমবার সকালে এক স্কুলশিক্ষিকাকে বাসের ভেতরে শ্লীলতাহানি করার কারণে শওকত নামের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই যুবক নিজের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ১৮৬০ এর ধারা ৫০৯ মোতাবেক অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত বাসে এক স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে শওকত হোসেন (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চট্টগ্রাম থেকে বাসে মিরসরাইয়ের বড়তাকিয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত শওকত পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বন্দর এলাকার কাপুডিয়া পাড়ার আবুল মকছুদের ছেলে।
জানা গেছে, মীরসরাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা (ছদ্মনাম) চট্টগ্রাম থেকে সকাল ৯টায় চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন। চলন্ত বাসে অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করেন। এরপর তিনি আরও কয়েকজনের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমার অফিসে মীরসরাই নিয়ে যান। পরে তিনি ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা বলেন, ‘সোমবার সকালে এক স্কুলশিক্ষিকাকে বাসের ভেতরে শ্লীলতাহানি করার কারণে শওকত নামের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই যুবক নিজের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ১৮৬০ এর ধারা ৫০৯ মোতাবেক অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১১ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে