চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বেপরোয়া গতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন–চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রায়হান (১৯) ও হারবাং ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি সঙ্গে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের চারজন যাত্রী গুরুতর আহত হন।
তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহী রায়হান ও আরেক যাত্রী জিসান সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

বেপরোয়া গতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন–চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রায়হান (১৯) ও হারবাং ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি সঙ্গে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের চারজন যাত্রী গুরুতর আহত হন।
তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহী রায়হান ও আরেক যাত্রী জিসান সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
২০ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩ ঘণ্টা আগে