নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিনজনের মনোনয়নপত্র। ফলে ভোটের লড়াইয়ে টিকে থাকলেন তিন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদকে লড়তে হবে ধর্মভিত্তিক দলের দুই প্রার্থীর সঙ্গে।
আজ বুধবার মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পাশাপাশি তিনজনের বাতিল করেন।
মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলোশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী ও সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা ডাচ্-বাংলা ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী ১ শতাংশ ভোটারের সমর্থন-সংক্রান্ত কমিশনের চাহিদা পূরণ করতে না পারায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিনজনের মনোনয়নপত্র। ফলে ভোটের লড়াইয়ে টিকে থাকলেন তিন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদকে লড়তে হবে ধর্মভিত্তিক দলের দুই প্রার্থীর সঙ্গে।
আজ বুধবার মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পাশাপাশি তিনজনের বাতিল করেন।
মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলোশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী ও সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা ডাচ্-বাংলা ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী ১ শতাংশ ভোটারের সমর্থন-সংক্রান্ত কমিশনের চাহিদা পূরণ করতে না পারায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে