কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন গরুর বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, নেয়ামত উল্যাহ (৫৫), আলা উদ্দিন (৪৫), মোরশেদ (১৯), পলাশ (৩৪), মাইন উদ্দিন (৩৮), কামাল (৫২), মিলনসহ (৪৫) কমপক্ষে ১০ জন। গুরুতর আহতদের মধ্যে নেয়ামত উল্যাহ ও আলাউদ্দিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী গরু বাজারটি ইজারা নেন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুর নবী ফারুক। বাজারে গরু বিক্রির পর হাসিল আদায়ের সময় ২টি গরুর স্থলে ৪টি গরু বিক্রি হয়েছে বলে হাসিলের টাকা দাবি করেন ইজারাদারের লোকজন। এ নিয়ে গরু ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাগ্বিতণ্ডা-তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইজাদার মেম্বার ফারুক ও তাঁর লোক তুহিনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন।
এ ঘটনায় আহত মিলন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের উপস্থিতিতে আমার ভাইসহ কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে। এ সময় হামলাকারীরা আমাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। বিষয়টি আমরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অবহিত করে বিচার দাবি করেছি।’
এ বিষয়ে সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। তা আমি মীমাংসা করে দিয়েছি।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন গরুর বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, নেয়ামত উল্যাহ (৫৫), আলা উদ্দিন (৪৫), মোরশেদ (১৯), পলাশ (৩৪), মাইন উদ্দিন (৩৮), কামাল (৫২), মিলনসহ (৪৫) কমপক্ষে ১০ জন। গুরুতর আহতদের মধ্যে নেয়ামত উল্যাহ ও আলাউদ্দিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী গরু বাজারটি ইজারা নেন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুর নবী ফারুক। বাজারে গরু বিক্রির পর হাসিল আদায়ের সময় ২টি গরুর স্থলে ৪টি গরু বিক্রি হয়েছে বলে হাসিলের টাকা দাবি করেন ইজারাদারের লোকজন। এ নিয়ে গরু ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাগ্বিতণ্ডা-তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইজাদার মেম্বার ফারুক ও তাঁর লোক তুহিনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন।
এ ঘটনায় আহত মিলন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের উপস্থিতিতে আমার ভাইসহ কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে। এ সময় হামলাকারীরা আমাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। বিষয়টি আমরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অবহিত করে বিচার দাবি করেছি।’
এ বিষয়ে সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। তা আমি মীমাংসা করে দিয়েছি।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে