নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘হেলিকপ্টার ভাড়া করে মেয়ের বিয়ে দেওয়াটা আমার কাছে নতুন কিছু নয়। এই পর্যন্ত ১৪ থেকে ১৫ বার হেলিকপ্টার ভাড়া করে শহর থেকে গ্রামের বাড়ি গেছি। এমনকি একাধিক দেশও ভ্রমণ করেছি। মানা করার পরও পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিস। তোকে আমি দেখে নেব।’ এভাবেই আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক সোহেল মারমাকে হুমকি দেন চাকরিচ্যুত সেই ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মহিবুল্লাহ।
গত ১৯ ফেব্রুয়ারি আজকের পত্রিকার অনলাইনে ‘চাকরিচ্যুত ট্রাফিক কনস্টেবলের ‘৪০ লাখ টাকার ফ্ল্যাট, হেলিকপ্টার ভাড়া করে মেয়ের বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই হুমকি দেন তিনি। গতকাল ও আজকে কয়েক দফায় ফোন করে এই হুমকি দেন।
প্রতিবেদক সোহেল মারমা বলেন, ‘আজকের পত্রিকা অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের জেরে মহিবুল্লাহ গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে একটি নম্বর থেকে আমাকে ফোন করেন। মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানোসহ দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় আমি চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলাম। পরে আরও একাধিকবার ফোন করলে আমি আর কল রিসিভ করিনি।’
তিনি আরও বলেন, ‘আজকে বেলা ২টা ২৯ মিনিটে আরেকটি নম্বর থেকে ফোন আসে। তিনি এবার ফোন দিয়ে আমার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনেন এবং চট্টগ্রাম অফিসের নম্বরে ফোন করে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোসহ নানা হুমকি দেন কনস্টেবল মহিবুল্লাহ।’
তবে, হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে কনস্টেবল মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হুমকি দিইনি। সোহেল মারমা আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে। সেই টাকা না দেওয়ায় সংবাদ পরিবেশন করে। তাঁকে ফোন দিয়ে জাস্ট এতটুকু জানতে চেয়েছি।’
এ বিষয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজের) সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে এই ধরনের হুমকি সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে। অতি দ্রুত ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাই।’
উল্লেখ, চাকরিচ্যুত কনস্টেবল মহিবুল্লাহ বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য অনুযায়ী জানা যায়, মিথ্যা মামলার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবল মহিবুল্লাহ, তাঁর ছেলে মো. ইয়াছিন আরাফাত তুষার (২৩), তাদের সহযোগী জাহিদ হোসেন (৩৯) ও রাশেদ হাসানকে (৩২) গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ। গত বছরের ১৮ জানুয়ারি ভুক্তভোগী নবী হোসেন পাহাড়তলী থানায় এই মামলা করেন। এরপর পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়।

‘হেলিকপ্টার ভাড়া করে মেয়ের বিয়ে দেওয়াটা আমার কাছে নতুন কিছু নয়। এই পর্যন্ত ১৪ থেকে ১৫ বার হেলিকপ্টার ভাড়া করে শহর থেকে গ্রামের বাড়ি গেছি। এমনকি একাধিক দেশও ভ্রমণ করেছি। মানা করার পরও পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিস। তোকে আমি দেখে নেব।’ এভাবেই আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক সোহেল মারমাকে হুমকি দেন চাকরিচ্যুত সেই ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মহিবুল্লাহ।
গত ১৯ ফেব্রুয়ারি আজকের পত্রিকার অনলাইনে ‘চাকরিচ্যুত ট্রাফিক কনস্টেবলের ‘৪০ লাখ টাকার ফ্ল্যাট, হেলিকপ্টার ভাড়া করে মেয়ের বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই হুমকি দেন তিনি। গতকাল ও আজকে কয়েক দফায় ফোন করে এই হুমকি দেন।
প্রতিবেদক সোহেল মারমা বলেন, ‘আজকের পত্রিকা অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের জেরে মহিবুল্লাহ গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে একটি নম্বর থেকে আমাকে ফোন করেন। মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানোসহ দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় আমি চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলাম। পরে আরও একাধিকবার ফোন করলে আমি আর কল রিসিভ করিনি।’
তিনি আরও বলেন, ‘আজকে বেলা ২টা ২৯ মিনিটে আরেকটি নম্বর থেকে ফোন আসে। তিনি এবার ফোন দিয়ে আমার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনেন এবং চট্টগ্রাম অফিসের নম্বরে ফোন করে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোসহ নানা হুমকি দেন কনস্টেবল মহিবুল্লাহ।’
তবে, হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে কনস্টেবল মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হুমকি দিইনি। সোহেল মারমা আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে। সেই টাকা না দেওয়ায় সংবাদ পরিবেশন করে। তাঁকে ফোন দিয়ে জাস্ট এতটুকু জানতে চেয়েছি।’
এ বিষয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজের) সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে এই ধরনের হুমকি সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে। অতি দ্রুত ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাই।’
উল্লেখ, চাকরিচ্যুত কনস্টেবল মহিবুল্লাহ বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য অনুযায়ী জানা যায়, মিথ্যা মামলার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবল মহিবুল্লাহ, তাঁর ছেলে মো. ইয়াছিন আরাফাত তুষার (২৩), তাদের সহযোগী জাহিদ হোসেন (৩৯) ও রাশেদ হাসানকে (৩২) গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ। গত বছরের ১৮ জানুয়ারি ভুক্তভোগী নবী হোসেন পাহাড়তলী থানায় এই মামলা করেন। এরপর পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে