কুবি প্রতিনিধি

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে