কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এক বছর আগে কলেজছাত্র মো. লিয়াকত আলীর (২০) দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ছেলের দুরারোগ্য ব্যাধির কথা জানতে পেরে মা-বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নানা চেষ্টার পরও ছেলেকে সুস্থ করতে পরেননি তাঁরা। অবশেষে ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন ষাট বছরের বৃদ্ধ বাবা জবুর আহমেদ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা জবুর আহমেদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট লিয়াকত। বৃদ্ধ বয়সের শেষ সম্বল দিয়ে গত এক বছর ধরে ছেলে লিয়াকতের চিকিৎসা ও ডায়ালাইসিস চালান তিনি। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সর্বশেষ চিকিৎসক জানান তাঁকে বাঁচাতে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। অবশেষে বাবা জবুর আহমেদ সন্তানকে বাঁচাতে তাঁর শরীরের একটি কিডনি দেওয়ার জন্য মনস্থির করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় লীয়াকতের। এর তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন তাঁরা। সেখানেই কিডনি প্রতিস্থাপনের পর বাবা ও ছেলেকে আইসিইউতে রাখা হয়। এখনো তারা সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, অপারেশন পরবর্তী ১৫ দিন হাসপাতালেই থাকতে হবে তাঁদের। আগামী ৩ মাস ঢাকায় থেকে নিয়মিত চেকআপ করাতে হবে।
লিয়াকত আলীর ভাই মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বাবা লিয়াকতের জন্য কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিডনি দেওয়ার জন্য তিনি সাহসীও ছিলেন। পরে পরিবারের সব সদস্য তাঁকে সমর্থন করি। লিয়াকতের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন। অপারেশনের জন্য সিরিয়াল পাচ্ছিলাম না। এখানেও সহযোগিতা করেন সংসদ সদস্য।’
এদিকে বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি উপেক্ষা করে ছেলেকে নিজের কিডনি দান করার মতো ত্যাগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন। তাঁরা বলেন, এটি শুধু ছেলেকে বাবার কিডনি দেওয়া নয়, বর্তমান যুগে একটি অনন্য নজির। যা আমাদের এই সমাজে বাবা, সন্তান ও পরিবারের মধ্যে উদাহরণ হয়ে থাকবে।

এক বছর আগে কলেজছাত্র মো. লিয়াকত আলীর (২০) দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ছেলের দুরারোগ্য ব্যাধির কথা জানতে পেরে মা-বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নানা চেষ্টার পরও ছেলেকে সুস্থ করতে পরেননি তাঁরা। অবশেষে ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন ষাট বছরের বৃদ্ধ বাবা জবুর আহমেদ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা জবুর আহমেদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট লিয়াকত। বৃদ্ধ বয়সের শেষ সম্বল দিয়ে গত এক বছর ধরে ছেলে লিয়াকতের চিকিৎসা ও ডায়ালাইসিস চালান তিনি। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সর্বশেষ চিকিৎসক জানান তাঁকে বাঁচাতে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। অবশেষে বাবা জবুর আহমেদ সন্তানকে বাঁচাতে তাঁর শরীরের একটি কিডনি দেওয়ার জন্য মনস্থির করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় লীয়াকতের। এর তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন তাঁরা। সেখানেই কিডনি প্রতিস্থাপনের পর বাবা ও ছেলেকে আইসিইউতে রাখা হয়। এখনো তারা সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, অপারেশন পরবর্তী ১৫ দিন হাসপাতালেই থাকতে হবে তাঁদের। আগামী ৩ মাস ঢাকায় থেকে নিয়মিত চেকআপ করাতে হবে।
লিয়াকত আলীর ভাই মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বাবা লিয়াকতের জন্য কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিডনি দেওয়ার জন্য তিনি সাহসীও ছিলেন। পরে পরিবারের সব সদস্য তাঁকে সমর্থন করি। লিয়াকতের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন। অপারেশনের জন্য সিরিয়াল পাচ্ছিলাম না। এখানেও সহযোগিতা করেন সংসদ সদস্য।’
এদিকে বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি উপেক্ষা করে ছেলেকে নিজের কিডনি দান করার মতো ত্যাগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন। তাঁরা বলেন, এটি শুধু ছেলেকে বাবার কিডনি দেওয়া নয়, বর্তমান যুগে একটি অনন্য নজির। যা আমাদের এই সমাজে বাবা, সন্তান ও পরিবারের মধ্যে উদাহরণ হয়ে থাকবে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৫ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৭ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩২ মিনিট আগে