রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে উদ্বোধনের আগেই ধসে গেছে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সুরক্ষা ব্লক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে সুরক্ষা ব্লক ধসে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মজবুত না হওয়ায় সেতুটির সুরক্ষা ব্লক ধসে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জান গেছে, আইলীখিল গ্রামে ডাবুয়া খালের ওপর ৩ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ২০৯ টাকা ব্যয়ে ৩৮ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দিদার অ্যান্ড মাজেদা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২১ সালের ২০ জানুয়ারি নির্মাণকাজ শুরু করে। ২০২২ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে গোড়ার সুরক্ষা ব্লক ধসে গেছে। শুধু সেতুর সুরক্ষা ব্লক নয়, সংযোগ সড়কের বালু সরে ফাটলও দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘সেতুর গোড়ার সুরক্ষা কাজ মজবুত হয়নি। এ কারণে পানির স্রোতে ধসে গেছে।
দিদার অ্যান্ড মাজেদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান মো. রাশেদ বলেন, ‘সংশ্লিষ্ট প্রকৌশলীর তত্ত্বাবধানে কাজ হয়েছে। প্রকৌশলী ব্যতীত কেউ যদি বলে নিম্নমানের কাজ হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। কৃষিনির্ভর এলাকা হওয়ায় জনস্বার্থে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করেছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সৃষ্ট বন্যায় গোড়ার ক্ষতি হয়েছে। সেতুর কোনো ক্ষতি হয়নি। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেহেতু কারও হাত নেই।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুর সুরক্ষা ব্লক ধসে গেছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে মেরামত করে দেওয়ার জন্য বলেছি। তারা মেরামত করে দেবে বলে জানিয়েছে।’
নিম্নমানের কাজের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, কাজ ভালো হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করেছেন। বন্যার কারণেই সেতুটির সুরক্ষা ব্লক ধসে গেছে। ওই সেতুর গোড়া ছাড়াও উপজেলার বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট মিলে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের রাউজানে উদ্বোধনের আগেই ধসে গেছে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সুরক্ষা ব্লক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে সুরক্ষা ব্লক ধসে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মজবুত না হওয়ায় সেতুটির সুরক্ষা ব্লক ধসে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জান গেছে, আইলীখিল গ্রামে ডাবুয়া খালের ওপর ৩ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ২০৯ টাকা ব্যয়ে ৩৮ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দিদার অ্যান্ড মাজেদা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২১ সালের ২০ জানুয়ারি নির্মাণকাজ শুরু করে। ২০২২ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে গোড়ার সুরক্ষা ব্লক ধসে গেছে। শুধু সেতুর সুরক্ষা ব্লক নয়, সংযোগ সড়কের বালু সরে ফাটলও দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘সেতুর গোড়ার সুরক্ষা কাজ মজবুত হয়নি। এ কারণে পানির স্রোতে ধসে গেছে।
দিদার অ্যান্ড মাজেদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান মো. রাশেদ বলেন, ‘সংশ্লিষ্ট প্রকৌশলীর তত্ত্বাবধানে কাজ হয়েছে। প্রকৌশলী ব্যতীত কেউ যদি বলে নিম্নমানের কাজ হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। কৃষিনির্ভর এলাকা হওয়ায় জনস্বার্থে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করেছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সৃষ্ট বন্যায় গোড়ার ক্ষতি হয়েছে। সেতুর কোনো ক্ষতি হয়নি। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেহেতু কারও হাত নেই।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুর সুরক্ষা ব্লক ধসে গেছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে মেরামত করে দেওয়ার জন্য বলেছি। তারা মেরামত করে দেবে বলে জানিয়েছে।’
নিম্নমানের কাজের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, কাজ ভালো হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করেছেন। বন্যার কারণেই সেতুটির সুরক্ষা ব্লক ধসে গেছে। ওই সেতুর গোড়া ছাড়াও উপজেলার বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট মিলে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৫ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৬ মিনিট আগে