মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

অচেনা এলাকার উদ্দেশে ঢাকার একটি মাদ্রাসা থেকে পালিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণে আসে শিক্ষার্থী মো. রমজান (১২) ও মো. সানি (১১)। পরে খোঁজ নিয়ে গতকাল রোববার তাদেরকে স্বজনদের হাতে তুলে দেন মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।
পালিয়ে আসা শিক্ষার্থী রমজান হলো শরীয়তপুরের ঘোসাইরহাট উপজেলার পাচকাঠি গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী ও মা রিনা বেগম বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। অপর শিক্ষার্থী মো. সানি বিক্রমপুরের সৈয়দ সরকার ও মোসাম্মৎ তাসলিমা আক্তার দম্পতির ছেলে। তারা রাজধানীর বাংলামোটর হাতিরপুল এলাকার আহছানউল্লা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।
রমজান জানায়, পড়ালেখার চাপ বেশি হওয়ায় তারা মাদ্রাসা থেকে অচেনা এলাকার উদ্দেশে পালিয়ে আসে। মতলবে আসার বিষয়ে জানতে চাইলে সে জানায়, তারা গত শনিবার সকালে মাদ্রাসার কাউকে না বলে প্রথমে গুলিস্তান আসে। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করে। নামাজ শেষে সদরঘাট চলে আসে। সেখান থেকে তারা চাঁদপুরের লঞ্চে ওঠে। বিকেলে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি আসার পর লঞ্চঘাট থেকে মতলবের একটি সিএনজিতে ওঠে তারা।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব দক্ষিণের বাইপাস সড়কের কাছে নেমে হাঁটাহাঁটি করতে থাকে রমজান ও সানি। সেখানে রাজন ও শরীফ নামের স্থানীয় দুই যুবক জিজ্ঞেস করলে তারা পালিয়ে এসেছে বলে জানায়। পরে তাদেরকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের নবকলস ওয়াপদার কার্যালয়ে নিয়ে আসেন বলে ওই যুবকেরা জানান।
এ বিষয়ে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, ‘প্রথমে তাদের কাছ থেকে পরিচয় ও ঠিকানা জানতে চাইলে উল্টাপাল্টা জবাব দেয়। একপর্যায়ে ভয় দেখালে সঠিক ঠিকানা বলে। পরে তাদের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের আত্মীয়-স্বজন এলে রমজান ও সানিকে হস্তান্তর করা হয়।’

অচেনা এলাকার উদ্দেশে ঢাকার একটি মাদ্রাসা থেকে পালিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণে আসে শিক্ষার্থী মো. রমজান (১২) ও মো. সানি (১১)। পরে খোঁজ নিয়ে গতকাল রোববার তাদেরকে স্বজনদের হাতে তুলে দেন মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।
পালিয়ে আসা শিক্ষার্থী রমজান হলো শরীয়তপুরের ঘোসাইরহাট উপজেলার পাচকাঠি গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী ও মা রিনা বেগম বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। অপর শিক্ষার্থী মো. সানি বিক্রমপুরের সৈয়দ সরকার ও মোসাম্মৎ তাসলিমা আক্তার দম্পতির ছেলে। তারা রাজধানীর বাংলামোটর হাতিরপুল এলাকার আহছানউল্লা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।
রমজান জানায়, পড়ালেখার চাপ বেশি হওয়ায় তারা মাদ্রাসা থেকে অচেনা এলাকার উদ্দেশে পালিয়ে আসে। মতলবে আসার বিষয়ে জানতে চাইলে সে জানায়, তারা গত শনিবার সকালে মাদ্রাসার কাউকে না বলে প্রথমে গুলিস্তান আসে। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করে। নামাজ শেষে সদরঘাট চলে আসে। সেখান থেকে তারা চাঁদপুরের লঞ্চে ওঠে। বিকেলে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি আসার পর লঞ্চঘাট থেকে মতলবের একটি সিএনজিতে ওঠে তারা।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব দক্ষিণের বাইপাস সড়কের কাছে নেমে হাঁটাহাঁটি করতে থাকে রমজান ও সানি। সেখানে রাজন ও শরীফ নামের স্থানীয় দুই যুবক জিজ্ঞেস করলে তারা পালিয়ে এসেছে বলে জানায়। পরে তাদেরকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের নবকলস ওয়াপদার কার্যালয়ে নিয়ে আসেন বলে ওই যুবকেরা জানান।
এ বিষয়ে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, ‘প্রথমে তাদের কাছ থেকে পরিচয় ও ঠিকানা জানতে চাইলে উল্টাপাল্টা জবাব দেয়। একপর্যায়ে ভয় দেখালে সঠিক ঠিকানা বলে। পরে তাদের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের আত্মীয়-স্বজন এলে রমজান ও সানিকে হস্তান্তর করা হয়।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৪ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে