চবি প্রতিনিধি

অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আজ রোববার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, শিক্ষকদের অধিকার, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বর্তমান প্রশাসন তথা উপাচার্য ও সহ-উপাচার্যকে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক সমিতির এসব দাবির প্রতি কোনো তোয়াক্কা না করায় আমরা লিখিত ও মৌখিকভাবে আলটিমেটাম দিয়েছি।
কিন্তু প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে দৃশ্যমান আন্দোলনে আমাদের নামতে হয়েছে।
তিনি বলেন, আমরা সিন্ডিকেটের বাকি ক্যাটাগরিগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সিন্ডিকেট নির্বাচন দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি, সিন্ডিকেট সিদ্ধান্তের যে কার্যবিবরণী করা হচ্ছে সেগুলো বিকৃত করা হচ্ছে। সিন্ডিকেট সিদ্ধান্তের বিকৃত করা অপরাধ, এর জন্য বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের যে সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছিল, সেটা রাষ্ট্রের মূলনীতি পরিপন্থী। এ বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের ২৬ দফা মেনে দাবি বাস্তবায়ন করতে হবে।
সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা চেয়েছিলাম আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করতে। কিন্তু প্রতিটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব করছে। আমরা কোনো আন্তরিকতা দেখছিলাম না। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আন্দোলনে মানতে।
তিনি বলেন, তিনি (উপাচার্য) আমাকে বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জানাবেন। আমি বলেছি, আপনার সঙ্গে বড় বড় মানুষের যোগাযোগ আছে। আপনি বলতে পারেন। এটা একধরনের হুমকি; ভদ্র ভাষায় হুমকি, সেটা উনি দিতে পারেন না। আমরা যদি অনিয়মতান্ত্রিক কোনো পদক্ষেপ নিয়ে থাকি, আমাদের কোনো ত্রুটি–বিচ্যুতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারও প্রচ্ছন্ন হুমকিতে আমি মাথানত করি নাই। আমার শক্তি আমার শিক্ষক কমিউনিটি। তারা আমাকে নির্বাচিত করেছেন।
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আরও বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটা বিশ্ববিদ্যালয়ের ইমেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আজ রোববার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, শিক্ষকদের অধিকার, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বর্তমান প্রশাসন তথা উপাচার্য ও সহ-উপাচার্যকে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক সমিতির এসব দাবির প্রতি কোনো তোয়াক্কা না করায় আমরা লিখিত ও মৌখিকভাবে আলটিমেটাম দিয়েছি।
কিন্তু প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে দৃশ্যমান আন্দোলনে আমাদের নামতে হয়েছে।
তিনি বলেন, আমরা সিন্ডিকেটের বাকি ক্যাটাগরিগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সিন্ডিকেট নির্বাচন দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি, সিন্ডিকেট সিদ্ধান্তের যে কার্যবিবরণী করা হচ্ছে সেগুলো বিকৃত করা হচ্ছে। সিন্ডিকেট সিদ্ধান্তের বিকৃত করা অপরাধ, এর জন্য বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের যে সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছিল, সেটা রাষ্ট্রের মূলনীতি পরিপন্থী। এ বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের ২৬ দফা মেনে দাবি বাস্তবায়ন করতে হবে।
সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা চেয়েছিলাম আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করতে। কিন্তু প্রতিটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব করছে। আমরা কোনো আন্তরিকতা দেখছিলাম না। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আন্দোলনে মানতে।
তিনি বলেন, তিনি (উপাচার্য) আমাকে বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জানাবেন। আমি বলেছি, আপনার সঙ্গে বড় বড় মানুষের যোগাযোগ আছে। আপনি বলতে পারেন। এটা একধরনের হুমকি; ভদ্র ভাষায় হুমকি, সেটা উনি দিতে পারেন না। আমরা যদি অনিয়মতান্ত্রিক কোনো পদক্ষেপ নিয়ে থাকি, আমাদের কোনো ত্রুটি–বিচ্যুতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারও প্রচ্ছন্ন হুমকিতে আমি মাথানত করি নাই। আমার শক্তি আমার শিক্ষক কমিউনিটি। তারা আমাকে নির্বাচিত করেছেন।
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আরও বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটা বিশ্ববিদ্যালয়ের ইমেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৫ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে