চবি প্রতিনিধি

অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আজ রোববার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, শিক্ষকদের অধিকার, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বর্তমান প্রশাসন তথা উপাচার্য ও সহ-উপাচার্যকে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক সমিতির এসব দাবির প্রতি কোনো তোয়াক্কা না করায় আমরা লিখিত ও মৌখিকভাবে আলটিমেটাম দিয়েছি।
কিন্তু প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে দৃশ্যমান আন্দোলনে আমাদের নামতে হয়েছে।
তিনি বলেন, আমরা সিন্ডিকেটের বাকি ক্যাটাগরিগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সিন্ডিকেট নির্বাচন দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি, সিন্ডিকেট সিদ্ধান্তের যে কার্যবিবরণী করা হচ্ছে সেগুলো বিকৃত করা হচ্ছে। সিন্ডিকেট সিদ্ধান্তের বিকৃত করা অপরাধ, এর জন্য বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের যে সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছিল, সেটা রাষ্ট্রের মূলনীতি পরিপন্থী। এ বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের ২৬ দফা মেনে দাবি বাস্তবায়ন করতে হবে।
সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা চেয়েছিলাম আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করতে। কিন্তু প্রতিটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব করছে। আমরা কোনো আন্তরিকতা দেখছিলাম না। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আন্দোলনে মানতে।
তিনি বলেন, তিনি (উপাচার্য) আমাকে বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জানাবেন। আমি বলেছি, আপনার সঙ্গে বড় বড় মানুষের যোগাযোগ আছে। আপনি বলতে পারেন। এটা একধরনের হুমকি; ভদ্র ভাষায় হুমকি, সেটা উনি দিতে পারেন না। আমরা যদি অনিয়মতান্ত্রিক কোনো পদক্ষেপ নিয়ে থাকি, আমাদের কোনো ত্রুটি–বিচ্যুতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারও প্রচ্ছন্ন হুমকিতে আমি মাথানত করি নাই। আমার শক্তি আমার শিক্ষক কমিউনিটি। তারা আমাকে নির্বাচিত করেছেন।
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আরও বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটা বিশ্ববিদ্যালয়ের ইমেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আজ রোববার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, শিক্ষকদের অধিকার, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বর্তমান প্রশাসন তথা উপাচার্য ও সহ-উপাচার্যকে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক সমিতির এসব দাবির প্রতি কোনো তোয়াক্কা না করায় আমরা লিখিত ও মৌখিকভাবে আলটিমেটাম দিয়েছি।
কিন্তু প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে দৃশ্যমান আন্দোলনে আমাদের নামতে হয়েছে।
তিনি বলেন, আমরা সিন্ডিকেটের বাকি ক্যাটাগরিগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সিন্ডিকেট নির্বাচন দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি, সিন্ডিকেট সিদ্ধান্তের যে কার্যবিবরণী করা হচ্ছে সেগুলো বিকৃত করা হচ্ছে। সিন্ডিকেট সিদ্ধান্তের বিকৃত করা অপরাধ, এর জন্য বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের যে সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছিল, সেটা রাষ্ট্রের মূলনীতি পরিপন্থী। এ বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের ২৬ দফা মেনে দাবি বাস্তবায়ন করতে হবে।
সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা চেয়েছিলাম আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করতে। কিন্তু প্রতিটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব করছে। আমরা কোনো আন্তরিকতা দেখছিলাম না। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আন্দোলনে মানতে।
তিনি বলেন, তিনি (উপাচার্য) আমাকে বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জানাবেন। আমি বলেছি, আপনার সঙ্গে বড় বড় মানুষের যোগাযোগ আছে। আপনি বলতে পারেন। এটা একধরনের হুমকি; ভদ্র ভাষায় হুমকি, সেটা উনি দিতে পারেন না। আমরা যদি অনিয়মতান্ত্রিক কোনো পদক্ষেপ নিয়ে থাকি, আমাদের কোনো ত্রুটি–বিচ্যুতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারও প্রচ্ছন্ন হুমকিতে আমি মাথানত করি নাই। আমার শক্তি আমার শিক্ষক কমিউনিটি। তারা আমাকে নির্বাচিত করেছেন।
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আরও বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটা বিশ্ববিদ্যালয়ের ইমেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৬ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৪ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৪ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৩৯ মিনিট আগে