কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশে ত্যাগের সংখ্যা কখনো কমে, আবার কখনো বেড়ে। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ফকিনীর হাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রাবন্ধিক আবুল মোমন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমরা কে? কোন ধর্ম, তা-ও যাচাই করিনি। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে ওঠে। আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি। যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে— সেখানে কীভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ।’
বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ-মন্দির ও উপাসনালয়ে সমানভাবে উন্নয়নকাজ করছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠনের স্বপ্ন আজ তাঁরই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে।’
সংগঠনের উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দে, সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ, সমন্বয়ক প্রকৌশলী রাম চন্দ্র দাশ প্রমুখ।

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশে ত্যাগের সংখ্যা কখনো কমে, আবার কখনো বেড়ে। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ফকিনীর হাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রাবন্ধিক আবুল মোমন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমরা কে? কোন ধর্ম, তা-ও যাচাই করিনি। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে ওঠে। আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি। যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে— সেখানে কীভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ।’
বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ-মন্দির ও উপাসনালয়ে সমানভাবে উন্নয়নকাজ করছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠনের স্বপ্ন আজ তাঁরই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে।’
সংগঠনের উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দে, সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ, সমন্বয়ক প্রকৌশলী রাম চন্দ্র দাশ প্রমুখ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে