কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশে ত্যাগের সংখ্যা কখনো কমে, আবার কখনো বেড়ে। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ফকিনীর হাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রাবন্ধিক আবুল মোমন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমরা কে? কোন ধর্ম, তা-ও যাচাই করিনি। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে ওঠে। আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি। যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে— সেখানে কীভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ।’
বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ-মন্দির ও উপাসনালয়ে সমানভাবে উন্নয়নকাজ করছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠনের স্বপ্ন আজ তাঁরই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে।’
সংগঠনের উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দে, সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ, সমন্বয়ক প্রকৌশলী রাম চন্দ্র দাশ প্রমুখ।

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশে ত্যাগের সংখ্যা কখনো কমে, আবার কখনো বেড়ে। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ফকিনীর হাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রাবন্ধিক আবুল মোমন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমরা কে? কোন ধর্ম, তা-ও যাচাই করিনি। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে ওঠে। আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি। যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে— সেখানে কীভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ।’
বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ-মন্দির ও উপাসনালয়ে সমানভাবে উন্নয়নকাজ করছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠনের স্বপ্ন আজ তাঁরই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে।’
সংগঠনের উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দে, সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ, সমন্বয়ক প্রকৌশলী রাম চন্দ্র দাশ প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে