কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের ঝাউতলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত মামলার ঘটনায় দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। তাঁরা দুজনই ব্যবসায়ী সাইফুল ইসলাম রিগ্যানকে ছুরিকাঘাতে মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইউসুফ হোসেন ও আলেয়া বেগম দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার অভিযুক্ত আসামি ও ইউসুফ-আলেয়া দম্পতির সন্তানেরা হলেন শিহাব উদ্দিন (২১) ও মোহাম্মদ আবির হোসেন শামস (১৬)।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মো. সাইফুল ইসলাম রিগ্যান নামে একজন ব্যাটারি ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪ নম্বর আসামি হলেন এই দুই সহোদর।
অভিযুক্তের বাবা ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তাঁরা দুজনই বাড়িতে ছিল। এরপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে বাড়ি থেকে শিহাব ও শামসকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী রিগ্যানকে ছুরিকাঘাতের মামলায় আজ বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

কক্সবাজার শহরের ঝাউতলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত মামলার ঘটনায় দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। তাঁরা দুজনই ব্যবসায়ী সাইফুল ইসলাম রিগ্যানকে ছুরিকাঘাতে মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইউসুফ হোসেন ও আলেয়া বেগম দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার অভিযুক্ত আসামি ও ইউসুফ-আলেয়া দম্পতির সন্তানেরা হলেন শিহাব উদ্দিন (২১) ও মোহাম্মদ আবির হোসেন শামস (১৬)।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মো. সাইফুল ইসলাম রিগ্যান নামে একজন ব্যাটারি ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪ নম্বর আসামি হলেন এই দুই সহোদর।
অভিযুক্তের বাবা ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তাঁরা দুজনই বাড়িতে ছিল। এরপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে বাড়ি থেকে শিহাব ও শামসকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী রিগ্যানকে ছুরিকাঘাতের মামলায় আজ বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে