Ajker Patrika

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মো. মহিউদ্দিন (২৮) নামের এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই মামলায় আসামির বাবা-মাকে খালাস দেওয়া হয়েছে। 

আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের মো. নুরুর ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মো. নুর ও জরিনা বেগমকে খালাস দেওয়া হয়। 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাঁসি পাশাপাশি আসামি মহিউদ্দিনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 

মামলায় জানা গেছে, ২০১৯ সালে ১৫ আগস্ট ভুজপুরে বড় বেতুয়া গ্রামে স্বামীর বাসা থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মহিউদ্দিন ও তাঁর বাবা-মাকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০২০ সালে ৪ ফেব্রুয়ারি এই তিনজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে সুমি আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। হত্যার আগে সুমির কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী মহিউদ্দিন। 

 ২০২১ সালে ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ৮ জনের সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত