নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মো. মহিউদ্দিন (২৮) নামের এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই মামলায় আসামির বাবা-মাকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের মো. নুরুর ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মো. নুর ও জরিনা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাঁসি পাশাপাশি আসামি মহিউদ্দিনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।
মামলায় জানা গেছে, ২০১৯ সালে ১৫ আগস্ট ভুজপুরে বড় বেতুয়া গ্রামে স্বামীর বাসা থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মহিউদ্দিন ও তাঁর বাবা-মাকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০২০ সালে ৪ ফেব্রুয়ারি এই তিনজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে সুমি আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। হত্যার আগে সুমির কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী মহিউদ্দিন।
২০২১ সালে ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ৮ জনের সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মো. মহিউদ্দিন (২৮) নামের এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই মামলায় আসামির বাবা-মাকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের মো. নুরুর ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মো. নুর ও জরিনা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাঁসি পাশাপাশি আসামি মহিউদ্দিনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।
মামলায় জানা গেছে, ২০১৯ সালে ১৫ আগস্ট ভুজপুরে বড় বেতুয়া গ্রামে স্বামীর বাসা থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মহিউদ্দিন ও তাঁর বাবা-মাকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০২০ সালে ৪ ফেব্রুয়ারি এই তিনজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে সুমি আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। হত্যার আগে সুমির কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী মহিউদ্দিন।
২০২১ সালে ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ৮ জনের সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে