Ajker Patrika

সীমান্তে মাদক কারবারিদের সিসিটিভি ক্যামেরা জব্দ, আটক ৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
সীমান্তে মাদক কারবারিদের সিসিটিভি ক্যামেরা জব্দ, আটক ৫
আখাউড়ায় যৌথ অভিযানে মাদক ও ডিজিটাল ডিভাইস উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

সীমান্তে অবাধে মাদক কারবার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সিসিটিভি ক্যামেরায় নজরদারি রাখত চক্রের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া সীমান্তবর্তী গ্রামে যৌথ অভিযানে সেই চক্রের বিপুল মাদকদ্রব্য ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩টি অ্যান্ড্রয়েড ও ১৭টি সাধারণ মোবাইল ফোনসহ মোট ৩২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. জনি মিয়া (২২), মো. মুর্শেদ মিয়া (৩২), মো. ইদন মিয়া (২৫), মোছা আইমন আক্তার (২৫) ও স্বপ্না বেগম (২৮)। তাঁরা সবাই আখাউড়ার সেনারবাদী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনারবাদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে মাদক কারবারিরা আমাদের নৌবাহিনীর ওপর হামলা করে, কিন্তু আমরা হামলা উপেক্ষা করে এই অভিযান পরিচালনা করি।’ এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত