কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। স্থানীয় জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ধরে রাখতে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার মেলা উদ্বোধন করা হবে।
স্থানীয় লোকজন জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়েছেন।
মেলা উপলক্ষে বিবাহিত মেয়েরা স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়ি। যারা দূরদূরান্তে থাকেন তাঁরাও আসার চেষ্টা করেন গ্রামে। মেলার সময় পরিবারগুলোতে ঘরে ঘরে ভাজা হয় মুড়ি, মুড়কি ও বিন্নি ধানের খই। তৈরি করা হয় বিভিন্ন পিঠাপুলি। ফলে বড়উঠান ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি যেন ভরে ওঠে আত্মীয়স্বজনে।
মেলায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন জমিদার আন্নর আলী খাঁর বংশধর সাজ্জাদ আলী খান মিঠু। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী এই মেলা শুরু হয় বৈশাখের ৮ তারিখে। করোনার থাবায় চার বছর মেলাটি উদ্যাপন করতে না পারায় এবার প্রাচীন ঐতিহ্য জমিদার আন্নর আলী খাঁর এই বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন আয়োজন করা হয়েছে। এতে সবাই আমন্ত্রিত।’
মেলা পরিচালনা কমিটির প্রধান ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু বলেন, ‘এবারের মেলায় আগতদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করা হবে এবং পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও অর্থ জমাদানের জন্যও থাকবে বুথ। এ ছাড়া বিনা মূল্যে ব্লাডও নির্ণয় করতে পারবেন দর্শনার্থীরা। বড়উঠানের এই মেলায় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিন বলেন, ‘ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। বন্ধু-বান্ধব নিয়ে অনেক মজা করতাম। করোনার কারণে কয়েক বছর মেলা উদ্যাপন হয়নি। এবার অনেক মজা করব। দূর-দুরন্ত বন্ধুদের মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। স্থানীয় জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ধরে রাখতে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার মেলা উদ্বোধন করা হবে।
স্থানীয় লোকজন জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়েছেন।
মেলা উপলক্ষে বিবাহিত মেয়েরা স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়ি। যারা দূরদূরান্তে থাকেন তাঁরাও আসার চেষ্টা করেন গ্রামে। মেলার সময় পরিবারগুলোতে ঘরে ঘরে ভাজা হয় মুড়ি, মুড়কি ও বিন্নি ধানের খই। তৈরি করা হয় বিভিন্ন পিঠাপুলি। ফলে বড়উঠান ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি যেন ভরে ওঠে আত্মীয়স্বজনে।
মেলায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন জমিদার আন্নর আলী খাঁর বংশধর সাজ্জাদ আলী খান মিঠু। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী এই মেলা শুরু হয় বৈশাখের ৮ তারিখে। করোনার থাবায় চার বছর মেলাটি উদ্যাপন করতে না পারায় এবার প্রাচীন ঐতিহ্য জমিদার আন্নর আলী খাঁর এই বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন আয়োজন করা হয়েছে। এতে সবাই আমন্ত্রিত।’
মেলা পরিচালনা কমিটির প্রধান ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু বলেন, ‘এবারের মেলায় আগতদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করা হবে এবং পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও অর্থ জমাদানের জন্যও থাকবে বুথ। এ ছাড়া বিনা মূল্যে ব্লাডও নির্ণয় করতে পারবেন দর্শনার্থীরা। বড়উঠানের এই মেলায় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিন বলেন, ‘ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। বন্ধু-বান্ধব নিয়ে অনেক মজা করতাম। করোনার কারণে কয়েক বছর মেলা উদ্যাপন হয়নি। এবার অনেক মজা করব। দূর-দুরন্ত বন্ধুদের মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে